সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে মিশেছে বিষ! সেই জল পান করে ৬ জনের মৃত্যু হল দক্ষিণের রাজ্য পুদুচেরিতে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। এই ঘটনায় পুদুচেরির অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সেখানকার বিরোধী দল ডিএমকে, ডিএমকে-সহ সমাজকর্মীরা।
জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে, পুদুচেরির অরলিনপেটের গোবিন্দসালাই এবং নেলিথোপের কিছু অংশের বাসিন্দদের বমি ও পেটের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। জলের জেরেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়রা। তবে সরকারের তরফে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এরইমাঝে সামনে আসে মৃত্যুর ঘটনা। এর পরই সরব হয় রাজনৈতিক দলগুলি। অভিযোগ করা হয়, সরকার যদি সময়ে পদক্ষেপ নিত তাহলে এই ঘটনা এড়ানো যেত। সরকারের গাফিলতিতেই এই ঘটনা বলে দাবি করা হয়। জলের বোতল হাতে নিয়ে স্থানীয় পূর্ত দপ্তর ঘেরাও করেন তার।
বিরোধী দলের নেতা সিবা বলেন, “তিন জন মারা গেলেন মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রী আক্রান্তদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না। স্বচ্ছ পানিয়ের দাবিতে আমাদের এই আন্দোলন। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, গোটা দেশের মধ্যে কিডনি সংরান্ত সমস্যায় শীর্ষে পুদুচেরি। এখনও পর্যন্ত ওরা আমাদের জানায়নি এই বমি ও ডায়রিয়ার কারণ কী? আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। সব জায়গায় স্বচ্ছ পানীয় জল দিতে হবে। যাঁদের মৃত্যু হয়েছে সেই পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।”
স্থানীয় সমাজকর্মী জোস চার্লস বলেন, এই ঘটনার জেরে গত ৮ সেপ্টেমবর মৃত্যু হয়েছে পুসাই মুথু পার্বতী ও গোবিন্দস্বামী নামে তিন জনের। এরপর সম্প্রতি মৃত্যু হয়েছে সুলোচনা, শিবরাজ ও কালিয়াপেরুমলের। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করা তো দূর কেন মৃত্যু হয়েছে সেটাও স্পষ্টভাবে জানানো হয়নি সরকারের তরফে। দেহ ময়নাতদন্তও করা হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় এক বাসিন্দা বলেন, “জলপানের পর আমাদের জ্বর, বমি এবং ডায়রিয়ার সমস্যা শুরু হয়। সম্ভবত মল-মূত্র জলে মিশে ওই জল বিষাক্ত হয়ে গেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বর্তমানে ৪০ জনেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। অথচ প্রশাসনের কেউ তাঁদের সঙ্গে দেখা করতে এলেন না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.