Advertisement
Advertisement
Uttar Pradesh

উত্তরপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ৬ শ্রমিকের

ঘটনাটির তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

6 Workers Killed In Explosion At Firecracker Factory In UP
Published by: Subhodeep Mullick
  • Posted:June 16, 2025 7:16 pm
  • Updated:June 16, 2025 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আমরোহার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন শ্রমিকের। তাঁদের মধ্যে ৪ জন মহিলা। আহতের সংখ্যা ৯। কারখানাটি বেআইনি কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। তবে সেই অভিযোগ খণ্ডন করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার রাজবপুর থানা এলাকার আতরাসী গ্রামের ওই বাজি কারখানাটিতে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভয় পয়ে বাইরে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে কারখানার ভিতরে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আমরোহা পুলিশের সুপার অমিত কুমার আনন্দ বলেন, “এদিন দুপুর ১২টা নাগাদ আচমকা বাজি করাখানাটিতে বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আমরা উদ্ধারকাজ শুরু করি।” অন্যদিকে, আমরোহার জেলাশাসক নিধি গুপ্তা ভাটস বলেন, “কী কারণে এই ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটির তদন্তে করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement