সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে স্কুলবাড়ির ছাদ ভেঙে মৃতের সংখ্যা বেড়ে ৭ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে অন্তত ৬০। তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। এদিকে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজস্থানের ঝালাওয়ারে। শুক্রবার সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় প্রায় ৬০-৭০ জন পড়ুয়া ছিল স্কুলে। চলছিল ক্লাস। আচমকা ছাদ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়।
The mishap at a school in Jhalawar, Rajasthan, is tragic and deeply saddening. My thoughts are with the affected students and their families in this difficult hour. Praying for the speedy recovery of the injured. Authorities are providing all possible assistance to those…
— PMO India (@PMOIndia)
ধ্বংসস্তূপে আটকে পড়ে অন্তত ১৫ জন পড়ুয়া। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরা উদ্ধার কাজ শুরু করেন। পরে দমকলে খবর গেলে দমকলকর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেছেন। ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাজস্থানের ঝালাওয়ারের একটি স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.