Advertisement
Advertisement
Uttar Pradesh

সুপ্রিম হুঁশিয়ারির পরেও গলদ নিরাপত্তায়, ফের সরকারি হাসপাতাল থেকে সদ্যোজাত চুরি!

সরকারি হাসপাতালে শিশু চুরির ঘটনায় নিন্দার ঝড়।

7-Day-Old Stolen From an Uttar Pradesh Medical College Hospital
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2025 2:06 pm
  • Updated:June 26, 2025 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে সদ্যোজাত চুরি হলে দায় কর্তৃপক্ষের। লাইসেন্স বাতিল হওয়া উচিত। ক’দিন আগেই হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরেও একই ঘটনার পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের সরকারি হাসপাতাল থেকে সদ্যজাত চুরির অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে হরদই মেডিক্যাল কলেজ থেকে একটি ৭ দিনের শিশুটি চুরি গিয়েছে বলে জানা গিয়েছে। গত ১৯ জুন খুদের জন্ম হয়। এদিন দুপুর তিনটে থেকে ৪টে মধ্যে ওই সরকারি হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করা হয়েছে বলে অভিযোগ। সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে রাজ্যে। মুখ পুড়েছে যোগী আদিত্যনাথ সরকারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবকান্ত দীক্ষিত নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, তাঁর সাত দিনের সন্তানকে এক মহিলা চুরি করেছেন। দুপুর দুটো অবধি জেগেছিলেন তিনি। এরপর ঘুমিয়ে পড়েন। ঘুম ভেঙে দেখানে শিশুটি নেই! সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীদের বিষয়টি জানান তিনি। খোঁজাখুঁজি শুরু হয়। যদিও সন্তানকে খুঁজে পাননি তিনি। এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

শিশু চুরির অভিযোগ পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। সার্কেল অফিসার অঙ্কিত মিশ্রা বলেন, “আজ জেলা হাসপাতাল থেকে একটি শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়েছে পুলিশ। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছি। বিলহেরি গ্রামের বাসিন্দা শিবকান্ত দীক্ষিতের স্ত্রী ১৯ জুন সন্তানের জন্ম দেন।” আরও জানান, ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।” এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি যোগী সরকার।

গত এপ্রিল মাসে শীর্ষ আদালতের দুই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ শিশুপাচার সংক্রান্ত মামলায় সদ্যজাতের চুরি নিয়ে কড়া মন্তব্য করেন। আদালতের পর্যবেক্ষণ, কোনও হাসপাতাল থেকে সদ্যোজাত চুরি হলে সবার আগে ওই হাসপাতালের ‘লাইসেন্স’ বাতিল করে দেওয়া উচিত। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement