Advertisement
Advertisement
Delhi

রাতভর বৃষ্টিতে বিপত্তি, দিল্লিতে দেওয়াল ধসে দুই শিশু-সহ ৮ জনের মৃত্যু

দিল্লির জৈতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

7 including 2 children killed as wall collapses in Delhi
Published by: Kishore Ghosh
  • Posted:August 9, 2025 2:26 pm
  • Updated:August 9, 2025 3:46 pm   

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: রাতভর অবিশ্রান্ত বৃষ্টিপাতে ভয়ংকর দুর্ঘটনা। দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার হরি নগরে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল দুই শিশু-সহ ৮ জনের।

Advertisement

একটি পুরনো মন্দিরের পাঁচিলের পাশে ঝুপড়িতে থাকতে দুই শিশু-সহ ৮ জন। আচমকা ওই পাঁচিলেরই একংশা ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে সফদরজং হাসপাতালে এবং দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। প্রাথমিকভাবে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওই ব্যক্তিরও মৃত্যু হয়েছে। বর্ষার মরসুমে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় মন্দির লাগোয়া অঞ্চলের সবকটি ঝুপড়ি খালি করে দিয়েছে পুলিশ। 

পুলিশকর্তা ঐশর্য শর্মা বলেন, “এখানে একটি পুরনো মন্দির রয়েছে। যার পাশেই বেশ কিছু ঝুপড়ি আছে, যেখানে ভাঙাচোরা লোহা-লক্করের ব্যবসায়ীরা থাকতেন। রাতভর প্রবল বৃষ্টিপাতের কারণে পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ভবিষ্যতে যাতে এমন কোনও ঘটনা না ঘটে সেজন্য আমরা ঝুপড়িগুলিকে খালি করে দিয়েছি।” উল্লেখ্য, শুক্রবার রাত থেকে দিল্লিতে অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলেই এই ধস নেমেছে। শনিবারও শহরে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ