Advertisement
Advertisement
Punjab

গাড়ির সঙ্গে সংঘর্ষের পর গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ! পাঞ্জাবে মৃত অন্তত ৭, আহত বহু

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

7 killed, 15 hurt as LPG tanker explodes after collision in Punjab
Published by: Subhodeep Mullick
  • Posted:August 24, 2025 12:37 pm
  • Updated:August 24, 2025 12:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবে দুর্ঘটনাগ্রস্ত গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত সাত জনের। আহত বহু। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হোশিয়ারপুর-জলন্ধর রাজ্যসড়কে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন রাত ১০টা নাগাদ মান্ডিয়ালা গ্রামের কাছে আচমকা ট্যাঙ্কারটির সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। তারপরই ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। বিস্ফোরণের পর আশপাশের ১৫টি দোকান ৫টি বাড়িতে আগুন লেগে যায়। দমকলকর্মীদের চেষ্টায় দীর্ঘক্ষণ পর তা নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কিন্তু কী কারণে দু’টি গাড়ির সংঘর্ষ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের এক আধিকারিক বলেন, “পথদুর্ঘটনার পর আচমকা ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। আগুন লেগে যায় আশপাশের বেশ কয়েকটি দোকান এবং বাড়িতেও। খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছই। খবর দেওয়া হয় দমকলকেও। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। আমরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ