Advertisement
Advertisement
Karnataka

আনন্দের পিকনিক বদলে গেল বিষাদে! কর্নাটকের বাঁধে তলিয়ে মৃত ২, নিঁখোজ দুই শিশু-সহ ৫

ঘটনার তদন্তে পুলিশ।

7 members of same family drowned, 2 dead at Karnataka

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 8, 2025 1:40 pm
  • Updated:October 8, 2025 2:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! পিকনিক করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে যায় শিশু ও মহিলা-সহ একই পরিবারের ৭ জন। পরে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। ২জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাকি চারজন এখনও নিখোঁজ।

Advertisement

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর তুমাকুরুতে। জীবিত উদ্ধার হওয়া যুবকের নাম নওয়াজ। নিখোঁজ চারজনের নাম তাবাসসুম (৪৫), শাবানা (৪৪), মিফরা (৪) ও মাহিব (১)। মৃত্যু হয়েছে সাজিয়া ও আরবিন নামের দু’জনের। মঙ্গলবার দুপুরের পর নওয়াজরা মোট ১৫ জন স্থানীয় মার্কোনাহাল্লি বাঁধে ঘুরতে যান। তাঁদের মধ্যে ৭ জন জলে নেমেছিলেন। সঙ্গে ছিল ২ শিশুও।

জলে নামার কিছুক্ষণ পরই হঠাৎই বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়। জল বাড়তে থাকে ক্যানেলে। সেই স্রোত সামলাতে না পেরে তলিয়ে যান ৭জনই। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। উদ্ধারকার্যে ডুবুরি নামানো হয়। তল্লাশিতে নওয়াজকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন সে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আচমকা কেন জল ছাড়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। বাঁধের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, জলপ্রবাহ হঠাৎ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার তদন্ত  শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ