সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল গ্রেপ্তারি সংক্রান্ত প্রতারণা নিয়ে নিরবচ্ছিন্ন সচেতনতা প্রচার চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সংবাদমাধ্যমগুলিতে এই বিষয়ে নিয়মিত খবর পরিবেশিত হচ্ছে। এরপরেও মুম্বইয়ের এক চিকিৎসক সম্প্রতি প্রতারকদের পাল্লায় পড়েন। আট দিন ধরে ‘ডিজিটাল গ্রেপ্তারি’ শেষ মোট তিন কোটি টাকা খোয়ালেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বইয়ের সাইবার ক্রাইম বিভাগ।
চেনা ছকেই বছর সত্তরের মহিলা চিকিৎসককে প্রতারিত করা হয়। পুলিশ জানিয়েছে, গত মে মাসে প্রথমবার ফোন আসে চিকিৎসকের কাছে। বলা হয়, চিকিৎসকের নামে একটি সিম ব্যবহার করে অপরাধমূলক কাজ চলছে। কখনও সিবিআই, কখনও ইডি, কখনও আবার পুলিশের পরিচয় দিয়ে হুমকি দেওয়া হয়, তাঁকে আর্থিক প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হবে। চিকিৎসকের স্বামী জানান, পুলিশের উর্দি পরা এক ব্যক্তি ভিডিও কলে বলেন, গ্রেপ্তারি এড়াতে হলে মোটা টাকা খসাতে হবে। কত টাকা?
গ্রেপ্তারি এড়ানোর জন্য চিকিৎসকের কাছে তিন কোটি টাকা দাবি করা হয়। আট দিন ধরে বার বার ফোন করে নানা ভাবে হুমকি এবং ভয় দেখানো হয়। ক্রমাগত চাপের মুখে আতঙ্কিত হয়ে পড়েন চিকিৎসক এবং তাঁর স্বামী। শেষ পর্যন্ত প্রতারকের দাবি মতো নিজেদের অ্যাকাউন্ট থেকে ৩ কোটি টাকা দেন চিকিৎসক। পরে জালিয়াতের পাল্লায় পড়েছেন বুঝতে পেরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এখনও পর্যন্ত অভিযুক্ত প্রতারকদের হদিশ মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.