সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষকদের স্বার্থরক্ষায় সরকার যতই গালভরা প্রতিশ্রুতি দিক, ভালো নেই দেশের অন্নদাতারা। খোদ সরকারি রিপোর্ট বলছে, দড়ির ফাঁসেই মুক্তি খুঁজছেন দেশের কৃষকরা। দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে কৃষক আত্মহত্যার ঘটনা। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চলতি বছরে মাত্র তিন মাসে এই অঞ্চলে আত্মঘাতী হয়েছেন ৭৬৭ জন কৃষক। সম্প্রতি বিধানসভা অধিবেশনে এই তথ্যই প্রকাশ্যে আনল মহারাষ্ট্রের ফড়ণবিস সরকার।
মহারাষ্ট্রে বিধানসভা অধিবেশন চলাকালীন এনডিএ সরকারের কাছে রাজ্যের কৃষক অত্মহত্যা সংক্রান্ত তথ্য চায় বিরোধী দল কংগ্রেস। সেখানে সরকারের তরফে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মহারাষ্ট্রে আত্মঘাতী হয়েছেন ৭৬৭ জন কৃষক। এদের মধ্যে ৩৭৬ জনের পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে সরকারের তরফে। আত্মঘাতী কৃষকদের মধ্যে বেশিরভাগই বিদর্ভ অঞ্চলের বাসিন্দা। বিদর্ভের ইয়াতমাল, অমরাবতী, আকোলা, বুলদানা ও ওয়াসিম অঞ্চলে এই তিন মাসে আত্মঘাতী হয়েছেন ২৫৭ জন। পাশাপাশি হাঙ্গোলি জেলার মারাঠওয়াড়া অঞ্চলে আত্মঘাতী হয়েছেন ২৪ জন কৃষক। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই রিপোর্ট পেশ করা হয়েছে সরকারের তরফে। পরবর্তী তিন মাসে এই সংখ্যাটা আরও গুরুতর পর্যায়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে বিরোধী শিবিরের অভিযোগ, তুচ্ছ কারণ দেখিয়ে মৃতদের পরিবারকে অর্থ সাহায্য করছে না সরকার। এই ইস্যুতে সরকারের দাবি, মৃতদের পরিবারের তরফে সরকারের কাছে আবেদনই জানানো হয়নি। যার জেরেই বঞ্চিত হয়েছে কৃষক পরিবারগুলি। এমনকী বিধানসভায় সরকারের দাবি, আত্মহত্যার ঘটনায় রাশ টানতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। যেমন, প্রাকৃতিক দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে, কেন্দ্রীয় সরকার ৬০০০ টাকা দিচ্ছে এবং রাজ্য সরকারও দরিদ্র কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা করে দিচ্ছে। যদিও কৃষকদের অভিযোগ, খাতায় কলমে নিয়ম থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না। কৃষি ঋণ মুকুব ও ফসলের ন্যুনতম সহায়ক মূল্য না বাড়লে ফসলের দাম পাওয়া যাচ্ছে না। যার জেরেই বিপুল ঋণে জড়িয়ে আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন দেশের অন্নদাতারা।
উল্লেখ্য, গত কয়েক বছরে লাগাতার কৃষক আন্দোলন দেখেছে দেশ। মহারাষ্ট্র তো বটেই পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে কৃষক আন্দোলনের জেরে চাপের মুখে পড়েছে সরকার। হরিয়ানাতে এখনও চলছে কৃষক আন্দোলন। এরইমাঝে প্রকাশ্যে এল মহারাষ্ট্রের কৃষকদের করুণ ছবিটা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.