সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই গাড়ি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিথোরাগড়ের মুওয়ানি গ্রামে। জানা গিয়েছে, গাড়িটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত আট জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে গাড়িটি মুওয়ানি থেকে বোকটার উদ্দেশে রওনা দিয়েছিল। ভান্ডারি গ্রামের কাছে আসতেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে গিয়ে পড়ে। কার্যত দুমরে মুচরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কিন্তু কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।
পুলিশের এক আধিকারিক রেখা যাদব বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.