সোমনাথ রায়, নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি (terrorist) দমন অভিযানে জোড়া সাফল্য পেল যৌথবাহিনী। একদিকে পাম্পোরের (Pampore) মসজিদে লুকিয়ে থাকা দুই জঙ্গি-সহ মোট তিনজনকে নিকেশ করল সেনা। অন্যদিকে, সোপিয়ানে (Sophian) এনকাউন্টের খতম আরও পাঁচ জঙ্গি। সবমিলিয়ে শুক্রবার ভূস্বর্গে আট জেহাদিকে খতম করল যৌথবাহিনী।
চলতি বছরের গোড়া থেকেই কাশ্মীরের লাগাতার জঙ্গি দমন অভিযান চলছে। তাতে সাফল্যও পেয়েছে পুলিশ ও যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে পাম্পোরের মীজ এলাকায় তিন জেহাদির লুকিয়ে থাকার খবর মেলে। গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। তিন সন্ত্রাসবাদিকে আত্মসমর্পন করতে বলা হয়। কিন্তু লাভ হয়নি। বরং জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা। পালটা গুলি ছোঁড়ে যৌথবাহিনীও। তাতেই এক জঙ্গি নিকেশ হয়। বাকি দুজন স্থানীয় মসজিদে আত্মগোপন করে। রাতভর অভিযানের পর শুক্রবার ভোরে দুজন জেহাদিকে খতম করে যৌথবাহিনী। এ প্রসঙ্গে জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানান, মীজ (Meej) এলাকায় তিন সন্ত্রাসবাদি পুলিশের জালে ধরা পড়েছিল। তাদের মধ্যে দুজন মসজিদে আত্মগোপন করে। তবে শেষরক্ষা হয়নি। তিনজনকেই খতম করেছে যৌথবাহিনী। গোটা এলাকায় তল্লাশি চলছে।
এদিকে সোপিয়ানে এদিন ভোর থেকে গুলির লড়াই শুরু হয়। বান্দপোরা এলাকায় পাঁচ জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনীর সদস্যরা। দীর্ঘ গুলির লড়াইয়ে মোট পাঁচজন জেহাদিকে নিকেশ করা হয়। এখনও এলাকায় তল্লাশি চলছে।
One more terrorist has been eliminated by security forces in Munand area of Shopian district, Jammu and Kashmir. So far, five terrorists have been killed in the operation which is still underway: PRO Defence, Srinagar
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.