Advertisement
Advertisement
Delhi

দিল্লিতে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এক শিশুর

টনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

8-Year-Old Boy Killed As House Collapses In Delhi
Published by: Subhodeep Mullick
  • Posted:June 9, 2025 4:27 pm
  • Updated:June 9, 2025 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বাড়ির একাংশ ভেঙে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে দিল্লির নানগ্লোয়িতে। আহত হয়েছেন আরও দুই যুবক। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, এখনও সেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। নির্মাণে ভুলের কারণেই এই পরিণতি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। মর্মান্তিক এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে পুরসভা।

Advertisement

জানা গিয়েছে, সোমবার সকাল সাতটা নাগাদ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একতলার বারান্দা। সেই সময় বাড়ির ভিতরেই ছিল বছর আটেকের ওই শিশু এবং দুই যুবক। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তিনজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। কোনওরকমে তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই যুবক ওই হাসপাতালেই চিকিৎসাধীন। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছে হাসপাতাল।

স্থানীয়দের অভিযোগ, বাড়িটি নির্মাণের সময় বেনিয়ম হয়েছিল। ফলে সময় পরই এটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বেশ কিছু ফাটলও দেখা গিয়েছিল বলে অভিযোগ। পুলিশের তরফে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement