Advertisement
Advertisement
Tamil Nadu

বিরিয়ানিতে বিষ! কোয়েম্বাটুরে খাওয়ার পরেই মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার

অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে পুলিশ।

8 year old dies hours after eating Biryani in Tamil Nadu
Published by: Kishore Ghosh
  • Posted:May 31, 2025 3:20 pm
  • Updated:May 31, 2025 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এলাকার একটি রেস্তরাঁ থেকে বিরায়ানি এনেছিল তামিলনাড়ুর কোয়েম্বাটুরের একটি পরিবার। অভিযোগ, সেই সুস্বাদু বিরিয়ানি খেয়েই মৃত্যু হয়েছে ওই পরিবারের খুদে সদস্য দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, হুলস্থুল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

পুলিশ জনিয়েছে, বিরিয়ানি খেয়ে মৃত্যু হয়েছে ৮ বছরের এস সঞ্জীবের! তার বাড়ি কোয়েম্বাটুরের শ্রবণমপট্টিতে। বৃহস্পতিবার রাতে স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের কাছের একটি দোকান থেকে বিরিয়ানি এনেছিল সঞ্জীবের অভিভাবকরা। পরিবারের বড় থেকে ছোট রাতে সকলেই বিরিয়ানি খান। রাত বারোটা পর্যন্ত নাবালক সুস্থ ছিল বলেই দাবি। এরপর সকলে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ছেলেকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করেন বাবা সত্যপ্রভু। কিন্তু ছেলে সাড়া দেয়নি।

এরপর অসুস্থ দ্বিতীয় শ্রেণির পড়ুয়াকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় পরিবারটি। যদিও চিকিৎসকরা জানান যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে শিশুটির। পুলিশ জানিয়েছে, শিশুর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement