Advertisement
Advertisement
8th Pay Commission

মন্ত্রিসভার সম্মতি অষ্টম পে কমিশনে, তিনগুণ বাড়বে বেতন?

সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য দারুণ সুখবর।

8th Pay Commission for central government employees approved by Cabinet
Published by: Biswadip Dey
  • Posted:January 16, 2025 6:55 pm
  • Updated:January 16, 2025 8:17 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল। অবশেষে সেটাই সত্যি হল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন অষ্টম পে কমিশন গঠনের। গঠিত হয়েছে এই সংক্রান্ত একটি কমিটিও। প্রসঙ্গত, সপ্তম পে কমিশন গঠিত হয়েছিল ২০১৬ সালে। যার মেয়াদ শেষ হবে ২০২৫ সালের আগামী ৩১ ডিসেম্বর। সুতরাং ২০২৬ সালের ১ জানুয়ারি লাগু হতে চলেছে অষ্টম পে কমিশন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এই সংক্রান্ত ঘোষণা করেছেন।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ থেকে বাড়িয়ে ২.৮৬ হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারও বেসিক বেতন যদি ১৮ হাজার টাকা থাকে, তাঁর বেসিক বেতন বেড়ে হবে ৫১ হাজার ৪৮০ টাকা। ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ হল বেতন এবং পেনশন গণনার জন্য ব্যবহৃত একটি একক। বলে রাখা ভালো, সপ্তম পে কমিশনে আবেদন করা হয়েছিল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ যেন ৩.৬৮ করা হয়। কিন্তু তা হয় ২.৫৭। এবার ওই অঙ্কে পৌঁছনো যাবে না বলেই মনে করা হচ্ছে। 

৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এর ফলে বেসিক থেকে, অ্য়ালাওন্সেস, পেনশন ও অন্য়ান্য সুযোগ সুবিধা- সবেতেই লাভবান হবেন। এর জেরে একদিকে ডিএ বাড়বে, বাড়বে পেনশনভোগীদের ডিআর। প্রসঙ্গত, ৬৫ লক্ষ পেনশনভোগীরা এই পে কমিশনের সুবিধা পাবেন। স্বাভাবিক ভাবেই শুরু হয়ে গিয়েছে হিসেব কষা। তবে শেষপর্যন্ত অঙ্কটা কী দাঁড়ায়, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৯ নভেম্বর সপ্তম পে কমিশন পেশ করা হয়। কিন্তু তা কার্যকর হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। যদিও তার অনুমোদন দিয়েছিল মনমোহন সিং প্রশাসন, ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারিতে। এর আগে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পে কমিশনেরও মেয়াদ ছিল ১০ বছর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ