Advertisement
Advertisement
Madhya Pradesh

কলকাতা হয়ে মধ্যপ্রদেশ! ভারতে বারো বছরের বাসিন্দা ৮ ‘বাংলাদেশি’কে গ্রেপ্তার করল পুলিশ

ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

9 Bangladeshi arrested by police after residing for 12 years in Madhya Pradesh

প্রতীকী ছবি

Published by: Kousik Sinha
  • Posted:October 12, 2025 6:08 pm
  • Updated:October 12, 2025 6:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১২ বছর ধরে বসবাস! অবশেষে পুলিশের জালে সন্দেহভাজন ৮ বাংলাদেশি। হরিয়ানা পুলিশের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে মধ্যপ্রদেশের মহারাজপুরা এলাকা থেকে ওই ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে ধৃত বাংলাদেশিদের এক আত্মীয়কে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই মহারাজপুর এলাকায় বসবাসকারী ৮ জনের খোঁজ পান পুলিশ আধিকারিকরা। এরপরেই বিশেষ অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের কাছে কোনও বৈধ নথি ছিল না। এরপরেই ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

ধৃতদের নাম মহম্মদ শরিফ, তাঁর স্ত্রী শালিমা, রফিক, আদরি এবং উজা। জানা গিয়েছে, শরিফ এবং শালিমার তিন সন্তান, রফিক, আদরি এবং উজা। এছাড়াও ভাইপো আশিক ছাড়াও চুমকি এবং রাতুল শেখ নামে দুই আত্মীয়কেও পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সবাই বাংলাদেশের যশোরের বাসিন্দা। গত ১৫ বছর আগে শরিফের বাবা নুর, প্রথম বাংলাদেশ থেকে বেআইনি ভাবে ভারতে ঢোকে। ইতিমধ্যে মৃত্যু হয়েছে তাঁর। এরপর থেকেই মহারাজপুর এলাকায় পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করে এই পরিবার।

ইতিমধ্যে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ধৃতদের বাংলাদেশ যোগের বিষয়ে স্পষ্ট হতে খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের মোবাইলের কল রেকর্ড। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় শরিফ স্বীকার করে নিয়েছেন যে, সীমান্তে এজেন্টদের ৪,০০০ টাকা দিয়ে কলকাতা হয়ে ভারতে প্রবেশ করেছিল। পরে কলকাতা হয়ে মধ্যপ্রদেশে পৌঁছে যায় এই পরিবার। আরও জানা যাচ্ছে, এই পরিবার আবর্জনা সংগ্রহের ঠিকাদার হিসেবে কাজ করত।

পুলিশ জানিয়েছে, এই পরিবার একটি ভাড়া বাড়িতে থাকত। তাঁদের কাছে কোনও বৈধ কাগজ ছিল না। শুধু তাই নয়, বাড়িটি মহারাজপুর এয়ারবেসের একেবারেই কাছেই। ফলে ঘটনায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ