ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ নাগপুরের (Nagpur) কারখানায়। রবিবার সকালের দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৯ জন। আহত ৩। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
ঠিক কী হয়েছিল? এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে বাজারগাঁওয়ের কারখানাটি। কেন বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি। তবে নাগপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট হর্ষ পোদ্দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই সৌরশক্তি সংক্রান্ত বিস্ফোরক কারখানার কাস্ট বুস্টার প্ল্যান্টে প্যাকিং চলছিল। মোট ১২ জন কর্মী কাজ করছিলেন। বিস্ফোরণে তাঁদের মধ্যে ৯ জনেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]
Maharashtra | Nine people died after there was a blast in the Solar Explosive Company in Bazargaon village of Nagpur. This blast happened at the time of packing in the cast booster plant in the Solar Explosive Company. More details awaited: Harsh Poddar, SP Nagpur Rural
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.