Advertisement
Advertisement
Chennai

চেন্নাইয়ে নির্মীয়মাণ আর্চ ভেঙে ৯ পরিযায়ী শ্রমিকের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্যের আশ্বাস।

9 dead, several injured as arch collapses at Chennai's thermal power station
Published by: Amit Kumar Das
  • Posted:October 1, 2025 12:12 pm
  • Updated:October 1, 2025 12:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মীয়মাণ আর্চ (ধাতব কাঠামো) ভেঙে ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুর চেন্নাইয়ে। ৩০ ফুট উপর থেকে ওই ধাতব কাঠামো ভেঙে মৃত্যু হল ৯ জন পরিযায়ী শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলাকালীন ভারী ওই ধাতব কাঠামো হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও প্রশাসন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে। প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার জেরে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও ১০ আহত হয়েছেন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়েছে, ‘চেন্নাইয়ের ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ