সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্মীয়মাণ আর্চ (ধাতব কাঠামো) ভেঙে ভয়াবহ দুর্ঘটনা তামিলনাড়ুর চেন্নাইয়ে। ৩০ ফুট উপর থেকে ওই ধাতব কাঠামো ভেঙে মৃত্যু হল ৯ জন পরিযায়ী শ্রমিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত ১০। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এন্নোরের উত্তর চেন্নাই থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণস্থলে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। নির্মাণকাজ চলাকালীন ভারী ওই ধাতব কাঠামো হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর নিচে চাপা পড়ে যান বহু শ্রমিক। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগায় পুলিশ ও প্রশাসন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে। প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার জেরে ৯ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু ও ১০ আহত হয়েছেন। তাঁরা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
Saddened by the mishap due to the collapse of a building in Chennai, Tamil Nadu. My thoughts are with the affected people and their families in this difficult hour. Praying for the speedy recovery of the injured.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next…
— PMO India (@PMOIndia)
পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়া হয়েছে, ‘চেন্নাইয়ের ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.