Advertisement
Advertisement

Breaking News

Uttarakhand

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী, নিখোঁজ ৯ শ্রমিক

এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি।

9 missing after cloudburst hits Uttarakhand
Published by: Subhodeep Mullick
  • Posted:June 29, 2025 12:23 pm
  • Updated:June 29, 2025 2:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার মেঘভাঙা বৃষ্টিতে ভয়ংকর বিপর্যয় উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু নির্মীয়মাণ হোটেল। হড়পা বানে ভেসে গিয়েছেন অন্তত ন’জন শ্রমিক। এখনও পর্যন্ত তাঁদের কোনও হদিস পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। তার জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয়ংকর ছবি ধরা পড়েছে। প্রবল বৃষ্টির কারণে রবিবার বারকোট-যমুনোত্রী সড়কের উপর একাধিক নির্মীয়মাণ হোটেল ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, সেই সময় সেখানে ন’জন শ্রমিক উপস্থিত ছিলেন। হড়পা বানে তাঁরা ভেসে গিয়েছেন। আদও ওই শ্রমিকরা বেঁচে রয়েছেন কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

উত্তরকাশীর ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য বলেন, “ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। নিখোঁজ শ্রমিকদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।” গোটা উত্তরাখণ্ড জুড়ে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পাশাপাশি, রবিবার এবং সোমবার রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতাও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, লাগাতার বর্ষণের ফলে শনিবার ধস নামে বদ্রীনাথ- হৃষীকেশ জাতীয় সড়কে। যার ফলে বদ্রীনাথ, কেদারনাথ এবং হেমকুণ্ডগামী পথ বন্ধ। এর জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছে কেদারনাথ যাত্রা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement