Advertisement
Advertisement
Pune

ঝড়ের গতিতে ধাবায় ঢুকল বেপরোয়া গাড়ি, চাকায় পিষ্ট হয়ে মৃত নাবালক-সহ ৯

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

9 people killed in a road accident in Pune
Published by: Subhodeep Mullick
  • Posted:June 19, 2025 4:36 pm
  • Updated:June 19, 2025 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল নাবালক-সহ ৯ জনের। বুধবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। আহত হয়েছেন আরও ৩ জন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে ৬টা ৪৫ মিনিট নাগাদ জেজুরী-মোরগাঁও সড়ক পথের ধারে একটি ছোট ধাবায় ভিড় জমিয়েছিলেন বেশ কিছু মানুষ। সেই সময়ে একটি বেপরোয়া গাড়ি আচমকা ধাবায় ঢুকে পড়ে। পর পর ৯ জনকে ধাক্কা মারে গাড়িটি। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। গুরুতর আহত অবস্থায় বাকি ৪ জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই এক কিশোরের মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, বাকি তিনজনের অবস্থা সঙ্কটজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই ঘাতক গাড়িটিকে উদ্ধার করেছে তারা। গ্রেপ্তার করা হয়েছে চালককেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির জেরেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাবায় ঢুকে পড়ে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছন পুলিশ কর্তারা।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পুণের পথদুর্ঘটনার খবর পেয়ে আমি গভীর শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement