Advertisement
Advertisement

ফের সীমান্তে গুলির লড়াই, খতম ১ জঙ্গি

গুলির লড়াই এখন জারি রয়েছে বলে জানা গিয়েছে।

9 soldiers injured, terrorist killed in encounter in Bandipora
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 14, 2017 3:28 am
  • Updated:February 14, 2017 5:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ফের সীমান্তে শুরু হল গুলির লড়াই। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন দুই জওয়ান। আহত বেশ কয়েকজন।

Advertisement

সেনার তরফে জানানো হয়েছে, গোয়েন্দাদের কাছে আগে থেকে খবর ছিল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার হাজিন এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। তারপরই সন্ত্রাসবাদীদের খোঁজে এদিন ভোরে তল্লাশি শুরু করে সিকিউরিটি ফোর্স। লুকিয়ে থাকা জঙ্গিদের হদিশ মিলতেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় তারা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান দুই জওয়ান। গুরুতর জখম হন বেশ কয়েকজন। জবাবে পাল্টা গুলি চালাতে শুরু করে সেনাও।

গুলির লড়াই এখন জারি রয়েছে বলে জানা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এনকাউন্টারে একজন জঙ্গির মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন জঙ্গি এলাকায় এখনও লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

(লাহোরে ফিদায়েঁ হামলায় মৃত্যুমিছিল)

(ভারতীয় অভিনেত্রীর মায়ের ‘পাক প্রীতি’তে তোলপাড় নেটদুনিয়া)

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement