Advertisement
Advertisement
Odisha

যৌন হেনস্তার বিরুদ্ধে চরম পদক্ষেপ! একজোট হয়ে অভিযুক্ত বৃদ্ধকে ‘খুন’ নির্যাতিতাদের

ওড়িশার এমন ঘটনায় এখনও পর্যন্ত ৮ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

A group of victims women kill accused in Odisha, burn his body

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 10, 2025 2:11 pm
  • Updated:June 10, 2025 2:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনের উপর ভরসা নেই! তাই যৌন নিগ্রহে অভিযুক্ত এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন একদল মহিলা। ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, যে মহিলারা ওই ব্যক্তিকে হত্যা করেছেন তাঁরা প্রত্যেকেই কখনও না কখনও ওই বৃদ্ধের যৌন লালসার স্বীকার হয়েছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কাম্বি মালিক। গত ২ জুন তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় একদল মহিলা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে। পরে দেহ একটি নদীর পাশে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে আধ পোড়া দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, কাম্বির পরিবারের লোকজন গত ৩ তারিখ বাড়িতে এসে তাঁর খোঁজ না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন। এরপরই পুলিশ ওই ব্যক্তির খোঁজ শুরু করে। এদিকে গত ৭ জুন কাম্বির মেয়ে সুন্দরী মালিক জানতে পারেন তাঁর বাবাকে মেরে জঙ্গের মধ্যে একটি নদীর পাশে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। এরপরই পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে কাম্বির আধ পোড়া দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় গ্রামেরই কয়েকজন মহিলা এই কাজ করেছেন। এরপরই আট জন মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাম্বির বিরুদ্ধে গ্রামের অনেক মহিলাই একাধিকবার যৌন নিগ্রহের অভিযোগ করেছেন। তবে প্রকাশ্যে কেউ মুখ খোলেননি। বিশেষ করে বিধবা ও বয়স্ক মহিলারা কাম্বির যৌন লালসার শিকার হয়েছেন বলে জানতে পেরছে পুলিশ। এই ঘটনার পর জেলা পুলিশ সুপার যতীন্দ্র কুমার পান্ডা বলেন, “ওই মহিলারা আগে এই নিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি।পুলিশকে জানালো পুলিশ ব্যবস্থা নিত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ