Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশের গ্রামে ‘রহস্যময়’ জন্তুর কামড়ে ৬ জনের মৃত্যু, ‘ভিলেন’ কি হায়না?

আতঙ্কে বিপর্যস্ত জঙ্গল লাগোয়া গ্রামের জনজীবন।

A Hyena Spotted Near Madhya Pradesh Village Where 6 Died In Attack By Unidentified Animal
Published by: Kishore Ghosh
  • Posted:June 4, 2025 7:04 pm
  • Updated:June 4, 2025 7:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের দেশ মধ্যপ্রদেশ। সেখানে কী এবার হায়না হানা দিচ্ছে লোকালয়ে ঢুকে? সম্প্রতি মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় রাতের বেলা ‘রহস্যময় জন্তু’র কামড় খান অনেকে। তাঁরা অজানা রোগে আক্রান্ত হন। ইতিমধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে বন বিভাগ। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, গ্রামের আশাপাশে হায়নাকে ঘুরে বেড়াতে দেখেছেন তাঁরা।

Advertisement

বারওয়ানি জেলার লিম্বাই গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়েছে গত প্রায় এক মাস ধরেই। গভীর রাতে ঘুমন্ত গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছে অজানা প্রাণী। স্থানীয়দের দাবি, গত ৫ মে রাতে ১৭ জন বাসিন্দা ঘুমন্ত অবস্থায় ‘রহস্যময়’ জন্তুর আক্রমণের শিকার হন। এমনকী একদিন সকালেও এক জন গ্রামবাসী বাড়ির উঠোনে ঝাঁট দিচ্ছিলেন, সেই সময় হামলা চালায় ওই রহস্যময় জন্তু। ওই হামলায় অসুস্থ হয়ে গত ২৩ জুন থেকে ২ জুনের ৬ জন মারা গিয়েছেন। তাঁদের দু’জন মহিলা এবং চার জন পুরুষ। বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। আগেই প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, প্রাণীটিকে অনেকটা কুকুরের মতো দেখতে।

বন দপ্তরের আধিকারিক বিকাশ জামরে বলেন, “লিম্বাই গ্রামের লোকেরা আমাদের জানিয়েছে যে আশেপাশের এলাকায় একটি হায়নাকে দেখা গিয়েছে। সেখানে প্রাণীটির পায়ের ছাপ মিলেছে। রহস্য উন্মোচনে আমরা অনুসন্ধান অভিযান জোরদার করেছি।” আরও জানান, গ্রামের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হায়না খুঁজে বের করার জন্য বন বিভাগের পঁয়তাল্লিশ জন কর্মী অভিযান চালাচ্ছেন। গ্রাম থেকে জঙ্গলের দূরত্ব সাড়ে চার কিলোমিটার। তাহলে কি হায়নাই ৬ জন মানুষের মৃত্যুর কারণ? এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ