Advertisement
Advertisement
Rajasthan

সুন্দর সুন্দর জায়গা দেখাব, ঘোরানোর নাম করে উদয়পুরে ফরাসি মহিলাকে ধর্ষণ!

অভিযুক্ত পলাতক, তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

A man harrsed a French tourist in Rajasthan

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 24, 2025 9:27 pm
  • Updated:June 24, 2025 9:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের উদয়পুরে এক ফরাসি মহিলা পর্যটককে ধর্ষণের অভিযোগ। ওই মহিলা পর্যটকের অভিযোগ, গত ২২ জুন একটি পার্টিতে এক যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। ওই ব্যক্তিই তাঁকে উদয়পুর ঘুরে দেখানোর প্রস্তাব দেন। ওই দিন রাতে উদয়পুরের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে ধর্যণ করা হয়।

২৩ জুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ৩০ বছর বয়সি ওই মহিলা পর্যটক। ফরাসি মহিলা জানিয়েছেন, গত ২২ জুন দিল্লি থেকে উদয়পুরে আসেন তিনি ও তাঁর বান্ধবী। উদয়পুরের আম্বামাতা এলাকার একটি হোটেলে ওঠেন তাঁরা। সোমবার রাতে টাইগার হিলের কাছে একটি পার্টিতে যোগ দেন। যেখানেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয় তাঁর। পার্টিতে আলাপ হওয়ার পর ওই ব্যক্তি ফরাসি মহিলাকে উদয়পুর ঘুরে দেখানোর প্রস্তাব দেন। এরপর তাঁরা একসঙ্গে বেরিয়ে পড়েন। মহিলার অভিযোগ, ঘুরতে যাওয়ার পরিবর্তে একটি ফ্ল্যাটে গিয়ে ওঠেন ওই ব্যক্তি। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।

হোটেল থেকে ফেরার পর ওই মহিলাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। সেখানেই অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। উদয়পুরের পুলিশ সুপার যোগেশ গোয়েল জানিয়েছেন, ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। বর্তমানে পলাতক রয়েছেন তিনি। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিকে নির্যাতিতার বয়ান রেকর্ড করার পাশাপাশি তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement