Advertisement
Advertisement
Mumbai

লিফটের মধ্যে প্রতিবেশীকে কামড় পোষ্যের, মালিকের চারমাসের কারাদণ্ড আদালতের

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪, ২৮৯ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

A man of Mumbai given 4 months imprisonment after pet dog bites neighbour
Published by: Subhankar Patra
  • Posted:May 30, 2025 4:50 pm
  • Updated:May 30, 2025 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিফটের মধ্যে আবাসনের প্রতিবেশীকে কামড়ে দেয় কুকুর! তার জেরে মালিককে চারমাসের জন্য শ্রীঘরে পাঠাল মুম্বইয়ের একটি আদালত। বিচারক তাঁর রায়ে জানিয়েছেন বিভিন্ন তথ্য প্রমাণে এটা স্পষ্ট যে পোষ্যের মালিক দায় এড়াতে পারেন না।

ঘটনাটি ২০১৮ সালের। সেই বছরের ১ ফ্রেব্রুয়ারি মুম্বাইয়ের একটি আবাসনের বাসিন্দা রমিক শাহ তাঁর দেড় বছরের ছেলের সঙ্গে ঘর থেকে নিচে নামছিলেন। সেই সময় তিনতলা থেকে ঋষভ প্যাটেল নামে এক ব্যক্তি তাঁর পোষ্যকে নিয়ে লিফটে ওঠার চেষ্টা করেন। বাধা দেন রমিক। তাঁর দাবি তিনি ঋষভকে জানান, তাঁর ছোট ছেলে কুকুরের ভয় পায়। পরে আসার অনুরোধ করেন। কিন্তু সেই কথা শোনেননি সাজাপ্রাপ্ত ঋষভ। অভিযোগ ওঠে, লিফটে ঢোকার পর কুকুরটিকে রমিকের দিকে ছুঁড়ে দেওয়া হয়। পোষ্যটি রমিকের বাঁ হাতে কামড়ে দেয়। তারপরই রমিক ওয়ারলি থানায় এফআইআর দায়ের করেন।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৪, ২৮৯ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। শুনানির চলাকালীন একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়। তার ডিজিটাল তথ্যও রয়েছে। সব দিক বিবেচনা করে আদালত পোষ্যটির মালিককে দোষী সাব্যস্ত করে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement