Advertisement
Advertisement
Delhi

প্রেমের সম্পর্ক ভাঙার ‘শাস্তি’, পার্কে ডেকে তরুণীকে কুপিয়ে-পুড়িয়ে মারল প্রেমিক!

তরুণীকে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত।

A Man Stabs and Strangles 18-Year-Old Friend In Delhi
Published by: Kishore Ghosh
  • Posted:June 3, 2025 12:28 pm
  • Updated:June 3, 2025 12:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের সম্পর্ক থেকে সরে আসার ‘অপরাধে’ প্রেমিকাকে কুপিয়ে, পুড়িয়ে খুন করল প্রেমিক! এই হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটেছে রাজধানী দিল্লিতে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খুন হওয়া তরুণী এবং অভিযুক্ত উভয়ের বয়স আঠারো বছর। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের কাছে তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিংয়ের ছাত্রী ওই তরুণীর নাম মেহক জৈন। অভিযুক্ত অর্শকৃত তাঁর পূর্ব পরিচিত। এদিন সকালে মেহক ক্লাসের কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়ি না ফেরায় চিন্তিত হয় পরিবার। তাঁর খোঁজ শুরু হয়। এক সময় ফোনে জবাব দিয়েছিলেন তরুণী। দ্রুত বাড়ি ফিরবে বলে জানিয়েছিলেন। পরে পুলিশের কাছ থেকে মর্মান্তিক মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে নিষেধ করার পর অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন মেহক। যা একেবারেই পছন্দ হয়নি অভিযুক্তের। এরপর নানাভাবে তরুণীকে বিরক্ত করতেন তিনি। ঘটনার দিন মেহককে ফোন করে একটি পার্কে ডাকেন অর্শকৃত। পুরনো বন্ধু যে সম্পর্ক ভাঙার অপরাধে তাঁকে খুন করবে, ভাবতে পারেননি তরুণী। ফলে অর্শ্বকৃতকে বিশ্বাস করে তিনি পার্কের নির্জন জায়গায় যান। এরপরই ভয়ংকর রূপ ধারণ করেন অভিযুক্ত যুবক। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপায় মেহককে। মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেন। এমনকী দেহ লোপাট করতে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে। খুনের কথা স্বীকার করেছেন তিন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement