সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ডার (Noida) সেক্টর ৬৩-র কাছে একটি বসতিতে ভয়াবহ আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছেছে প্রচুর পুলিশ এবং দমকল কর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে ২টি বছর তিনেকের শিশুর মৃত্যু হয়েছে। আগুনে এখনও পর্যন্ত অন্তত ১৫০টি ঝুপড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।
রবিবার দুপুরে হঠাৎই নয়ডার বাহোলপুর এলাকায় আগুন লাগে। নয়ডা পুলিশের গৌতম বুদ্ধ নগর কমিশনারের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে আগুন লাগার কথা জানানো হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার পরই পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছয়। তার আগেই অবশ্য বসতিবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনে ২ শিশুর মৃত্যুর পাশাপাশি কয়েক জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
पिछले 1 घंटे से नोएडा सेक्टर 63 के पास बहलोलपुर गाँव में भयानक आग लगी हुई है।
फायरब्रिगेड की गाड़ी अभी तक नहीं पहुंची!!— Abhinav Yadav (@AbhinavYadav26)
Fire in Noida
— महेश अधिकारी (@m4virus16)
As per reports this was a major fire in Bahlolpur village, Noida.
— Banarasi Nietzsche (@Einqalaab)
Fire broke somewhere in . Black smoke clouds can be seen from sector 70.
— Vidushi Gupta (@24vidushiii)
সোশ্যাল মিডিয়ায় এই আগুনের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, অনেক দূর থেকে কালো ধোঁয়া নজরে পড়েছে। আশপাশের এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ছড়িয়েছে আতঙ্কও।
थाना फेस-3 नोएडा क्षेत्र के अंतर्गत गांव बहलोलपुर स्थित झुग्गियों/झोपड़ियों मे लगी आग के संबंध में द्वारा दी गई बाइट।
— POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.