সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যাম্পাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই উদ্ধার হল মেডিক্যাল ছাত্রীর (Medical Student) দেহ। তাঁর গলা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরিবারের দাবি, এক চিকিৎসক তাঁকে হেনস্তা করে। সেই মেডিক্যাল পড়ুয়াকে খুন করেছে বলেও অভিযোগ পরিজনদের। পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। একের পর ধর্ষণ এবং খুনের মাঝেই মেডিক্যাল পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় আবারও শিরোনামে যোগীর রাজ্য। আগ্রার এই ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আগ্রায় মেডিক্যালের স্নাতকোত্তর পড়ুয়া ছিল ওই ছাত্রী। পড়ুয়ার পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সন্ধেয় নিখোঁজ হয়ে যান তরুণী। অপহরণের মামলা রুজু করা হয় থানায়। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই বুধবার সকালে উদ্ধার হয় ছাত্রীর নিথর দেহ। নিহতের পরিবারের অভিযোগ, লখনউ থেকে ২২০ কিমি দূরে জালাউন শহরের এক চিকিৎসক তথা স্বাস্থ্যকর্তা ওই তরুণীতে হেনস্তা করে। এমনকী তাঁকে হুমকি দেয় বলেও দাবি।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের সময় তরুণীর মাথা এবং গলায় আঘাতের চিহ্ন ছিল। এমনকী মৃত্যুর আগে তাঁর কারও সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে বলেও মনে করা হচ্ছে। বাবলু কুমার নামে এক পুলিশ আধিকারিক বলেন, “পরিবারের দাবি অনুযায়ী জালাউনের একজন চিকিৎসক ওই তরুণীকে হেনস্তা করে। তাঁকে হুমকি দেয়। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।” তরুণীর দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। উত্তরপ্রদেশে দিনকয়েক ধরে ধর্ষণ করে খুনের ঘটনা লেগেই রয়েছে। একের পর এক ঘটনায় সে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
Police have arrested Medical Officer of District Hospital, Orai Jalaun, Vivek Tiwari on the charges of murdering Dr Yogita Gautam. He has admitted to committing the crime: SSP Agra
— ANI UP (@ANINewsUP)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.