Advertisement
Advertisement

Breaking News

Andhra Pradesh

আরও এক সোনম! বিয়ের একমাসের মাথায় ‘খুন’ স্বামী, নেপথ্যে পরকীয়া?

ইতিমধ্যেই যুবকের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

A month wedding Man found dead wife detained in Andhra Pradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 23, 2025 3:03 pm
  • Updated:June 23, 2025 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের একমাসের মাথায় অন্ধপ্রদেশের এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর সামনে এসেছে। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। মেঘালয়ে হানিমুন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এই খুনের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

গত ১৮ মে পেশায় প্রাইভেট ল্যান্ড সার্ভেয়ার ৩২ বছর বয়সি তেজেশ্বরের সঙ্গে বিয়ে হয়ে ঈশ্বর্যর। এদিকে গত ১৭ জুন বিয়ের একমাসের মাথায় হঠাৎ করে নিখোঁজ হয়ে যান ওই যুবক। তারপর থেকে খোঁজ চলছিল তেজেশ্বরের। থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এরই মধ্যে বাড়ি থেকে বেশকিছুটা দূরে একটি খাল থেকে উদ্ধার হল তেজেশ্বরের দেহ।

মৃত যুবকের পরিবারের অভিযোগ, আগে থেকেই ঈশ্বর্যার সঙ্গে এক ব্যাঙ্ককর্মীর প্রেমের সম্পর্ক ছিল। পাশাপাশি তেজেশ্বরের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রথমে ফেব্রুয়ারিতে তেজেশ্বরের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও হঠাৎ নিখোঁজ হয়ে যান ঈশ্বর্ষ। পরে ফিরে এসে চলতি বছরের মে মাসে বিয়ে করেন তেজেশ্বরকে।

তেজেশ্বরের পরিবারের তরফে জানানো হয়েছে, পরিবারের সকলে ঈশ্বর্যর সঙ্গে তেজেশ্বরকে বিয়ে করতে মানা করলেও তিনি সেই বাধা মানেননি। এরই মধ্যে বিয়ের একমাসের মধ্যেই রহস্যজনকভাবে মৃত্যু হল ওই যুবকের। দেহ উদ্ধার হওয়ার পর ঈশ্বর্য ও তাঁর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তেজেশ্বরের পরিবারের সদস্যরা। এরপরই ঈশ্বর্য ও তাঁর মাকে আটক করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যু কারণ সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement