Advertisement
Advertisement

Breaking News

Kota

ফের পড়ুয়া মৃত্যু কোটায়! নিট পরীক্ষার আগের দিনই ‘আত্মঘাতী’ কিশোরী

এই নিয়ে চলতি বছরে ১৪টি আত্মহত্যার মামলা রুজু করা হয়েছে।

A neet examiner girl killed himself in kota

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:May 4, 2025 1:24 pm
  • Updated:May 4, 2025 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার দেশজুড়ে বিভিন্ন সেন্টারে হচ্ছে নিট পরীক্ষা। তার আগে রাজস্থানের কোটায় ‘আত্মঘাতী’ হল নিট পরীক্ষার্থী। শনিবার রাতে ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী বিহারের বাসিন্দা। বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পুলিশ নাম সামনে আনেনি। ওই ছাত্রী কোটায় নিজের পরিবারের সঙ্গেই থাকত। কয়েকবছর ধরে সেখানেই থাকছিলেন সে। স্থানীয় একটি কোচিং সেন্টারে ডাক্তারি পরীক্ষার জন্য পড়তেন। সারাবছর ধরে পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছিল সে। সঙ্গে থাকতেন পরিবারের সদস্যরা। শনিবার রাতে তাঁর বাবা-মায় মেয়ের প্রথম দেহ দেখতে পান। তারপর পুলিশে খবর দেন তাঁরাই। লোহার গ্রিল থেকে তার দেহ উদ্ধার হয়। 

আরও জানা গিয়েছে, লোহার রডের সঙ্গে স্কার্ফ ছড়িয়ে আত্মঘাতী হয়েছে নাবালিক। দেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, তদন্ত শুরু করেছে। এই নিয়ে চলতি বছরে ১৪টি আত্মহত্যার মামলা রুজু করা হয়েছে। গতবছর মোট ১৭টি আত্মহত্যার ঘটনা ঘটে। কোটায় বারবার পড়ুয়ার আত্মহত্যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement