Advertisement
Advertisement

অনশনে বসছেন এ আর রহমান…কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷আরও পড়ুন:লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, ৫০ মিটার দূরে ছিটকে পড়ল স্কুল বাস! তামিলনাড়ুতে মৃত অন্তত ২ পড়ুয়াবিহারে ব্যবসায়ী হত্যাকাণ্ডে কড়া পদক্ষেপ, পুলিশি এনকাউন্টারে খতম এক দুষ্কৃতী Advertisement জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে […]

A R Rahman to fast to support spirit of Tamilnadu, Anand extends his support
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 7:38 pm
  • Updated:August 17, 2021 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনশনে বসছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান৷ জাল্লিকাট্টু নিয়ে লড়াই করছে তামিলনাড়ু৷ সেই স্পিরিটকে সমর্থন করতেই তাঁর এই পদক্ষেপ৷

Advertisement

জাল্লিকাট্টু নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভে উত্তাল তামিলনাড়ু৷ ঐতিহ্যবাহী এ রীতির উপর জারি হওয়া নিষেধাজ্ঞা, কিছুতেই মেনে নিতে পারছেন তামিলনাড়ুর সাধারাণ মানুষ৷ দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ৷ এই পরিস্থিতিতে সমাধান সূত্রের খোঁজে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম৷ পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী৷

এদিকে এই ইস্যুতে তামিলনাড়ুর সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন সেলেবরাও৷ রজনীকান্ত, কামাল হাসানরা আগেই তাঁদের সমর্থন জানিয়েছিলেন৷ এদিন বিশ্বনাথন আনন্দও জাল্লিকাট্টুকে সমর্থন করেছেন৷ একধাপ এগিয়ে আগামিকাল অনশনে বসার কথা ঘোষণা করেছেন এ আর রহমান৷ তামিলনাড়ুর স্পিরিটকে সমর্থন জানাতেই তাঁর এই পদক্ষেপ৷

এদিকে জাল্লিকাট্টুর ঐতিহ্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করও৷

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement