Advertisement
Advertisement
Karnataka

কর্নাটকে গণপতি বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে দিল ট্রাক, মৃত ৮

আহতের সংখ্যা ২৫।

A truck loses control and rams Ganesh Visarjan devotees in Karnataka, 8 killed

প্রতীকী ছবি

Published by: Subhodeep Mullick
  • Posted:September 13, 2025 1:42 pm
  • Updated:September 13, 2025 1:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে গণপতি বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ল ট্রাক। পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহতের সংখ্যা ২৫।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হাসান জেলার মোসালেহোসাল্লি এলাকায় গণপতি বিসর্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। পিছনে ছিল একটি ট্রাক। ঠিক তখনই ওপর দিক থেকে একটি বাইক আসছিল। সেটিকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে পড়ে। এরপরই হুলস্থূল পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ট্রাকের চালকও। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখমন্ত্রী সিদ্দারামাইয়া। মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। মৃতদের আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ