Advertisement
Advertisement
Anti-US sentiment

‘বন্ধ হোক পেপসি-কোলার মতো মার্কিন পণ্যের ব্যবহার’, ট্রাম্পের ‘শুল্কবোমা’র জবাবে বয়কটের ডাক রামদেবের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'শুল্কবোমা'র ভয়াবহ প্রভাব পড়ছে দেশীয় বাজারে।

A wave of anti-US sentiment has gripped India

ফাইল চিত্র

Published by: Biswadip Dey
  • Posted:August 31, 2025 11:52 am
  • Updated:August 31, 2025 11:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবোমা’র ভয়াবহ প্রভাব পড়ছে দেশীয় বাজারে। এই পরিস্থিতিতে এদেশে ক্রমেই জোরাল হচ্ছে মার্কিনবিরোধী মনোভাব। যোগগুরু রামদেব দাবি করলেন, সমস্ত মার্কিন পণ্য বয়কটের।

Advertisement

সংবাদ সংস্থা এএনআইকে রামদেব বলেছেন, ”ভারতীয় নাগরিকদের জোরাল প্রতিবাদ করা উচিত আমেরিকার চাপানো ৫০ শতাংশ শুল্কের বিষয়ে। যা চাপানো হয়েছে রাজনৈতিক হেনস্তা, গুন্ডামি ও একনায়কত্ব দেখাতে। মার্কিন সংস্থা ও ব্র্যান্ডগুলিকে সম্পূর্ণ রূপে বয়কট করা দরকার। একজন ভারতীয়কেও যেন পেপসি, কোকাকোলা, সাবওয়ে, কেএফসি বা ম্যাকডোনাল্ডের কাউন্টারে না দেখি। ব্যাপক হারে বয়কট করা হোক। যদি এটা করতে পারা যায়, বিশৃঙ্খলা দেখা দেবে আমেরিকাতেও। মন্দা মার্কিন মুলুকে দেখা দিলে ট্রাম্প বাধ্য হবেন শুল্ক তুলে নিতে। ভারতের বিরোধিতা করে বড় ভুল করে ফেলেছেন ট্রাম্প।”

প্রসঙ্গত, মার্কিন পণ্যবিরোধী আন্দোলন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডায়। কিন্তু দেড়শো কোটে জনসংখ্যার ভারতে মার্কিন পণ্য বয়কট শুরু হলে তার ব্যাপক প্রভাব যে আমেরিকার অর্থনীতিতে পড়বে সে ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement