Advertisement
Advertisement
UttarPradesh

বিয়ের ১০ বছর পরেও সন্তান নেই, মা হওয়ার আশায় তান্ত্রিকের নির্দেশে বাথরুমের জল পান করে মৃত্যু তরুণীর

ইতিমধ্যেই অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

A young woman died after drinking toilet water on the instructions of a tantric in UttarPradesh
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 1:01 pm
  • Updated:July 8, 2025 1:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর দীর্ঘ ১০ বছর ধরেও মা হতে পারেননি। চিকিৎসকদের পরামর্শ নিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই অবশেষে এক তান্ত্রিকের দ্বারস্থ হন তরুণী। সেই খপ্পরে পড়েই মর্মান্তিক পরিণতি হল উত্তরপ্রদেশের আজমগড়ের ৩৫ বছর বয়সি অনুরাধার।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০ বছর আগে বিয়ে হয়েছিল অনুরাধার। কিন্তু তিনি মা হতে পারেননি। নানা জায়গায় খোঁজ নেওয়ারর পর চাঁদু নামে স্থানীয় এক তান্ত্রিকের খোঁজ পান। সেই তান্ত্রিক ১ লক্ষ টাকার বিনিময়ে অনুরাধাকে সন্তান সম্ভবা করার আশ্বাস দেন। অগ্রিম হিসাবে ২২ হাজার টাকা নেন তিনি। রবিবার তাঁর মায়ের সঙ্গে সেই তান্ত্রিকের কাছে যান অনুরাধা। অভিযোগ, তান্ত্রিকের কাছে যাওয়ার পর অনুরাধার উপর অশুভ আত্মা ভর করে রয়েছে বলে জানানো হয়। এরপরই তান্ত্রিক ও তাঁর সহযোগীরা অনুরাধার উপর শারীরিক অত্যাচার শুরু করেন। চুল টেনে ধরা, ঘাড় ও মুখে ফাঁস দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী ড্রেন ও বাথরুমের নোংরা জল পান করানো হয় অনুরাধাকে।

অনুরাধার মায়ের অভিযোগ, এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়ে মেয়ে। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় অনুরাধার। এই ঘটনার পর একটি অভিযোগ দায়ের করেন অনুরাধার মা। এরই মধ্যে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন ওই তান্ত্রিক। যদিও তাঁর বাকি সহযোগীরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও চাঁদুর বিরুদ্ধে এধরণের একাধিক অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ