Advertisement
Advertisement
Bypoll Result

আপের দিল্লি-ক্ষতে প্রলেপ গুজরাটে, কেরলে জয়ী কংগ্রেস, রইল উপনির্বাচনের ফলাফল

গুজরাটের দুটি বিধানসভা আসনের একটিতে জয়ী বিজেপি, অন্যটিতে আপ।

AAP Defeats BJP In Big Gujarat Bypoll, Congress Scores Kerala Seat
Published by: Kishore Ghosh
  • Posted:June 23, 2025 9:29 pm
  • Updated:June 23, 2025 9:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ক্ষমতা হারিয়ে রাজনৈতিক ভাবে কোণঠাসা ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মন্দার বাজারে উপনির্বাচনে দু’টি আসনে জয় ছিনিয়ে নিল তারা। এর মধ্যে আলাদা করে তাৎপর্যপূর্ণ গুজরাটের বিসবদার। সেখানে গত ভোটেও জয়ী হয়েছিল আপ। যদিও সেই বিধায়ক ২০২৩ সালে বিজেপিতে যোগ দেন। এরপরেও উপনির্বাচনে ওই আসন ধরে রাখল আপ। এছাড়াও পাঞ্জাবেও একটি আসনে ধরে রাখল কেজরির দল। অন্যদিকে কেরলের নিলাম্বুর বিধানসভা আসনটি বামেদের থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

Advertisement

গত ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ ছাড়াও উপনির্বাচন ছিল গুজরাটের কাদি ও বিসবদার বিধানসভা কেন্দ্রে। অন্যদিকে কেরলের নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমে ভোটদান হয়। সোমবার উপনির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায় পাঁচ বিধানসভা কেন্দ্রের দু’টিতে জয়ী হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ। তৃণমূল জিতেছে একটিতে, বিজেপি পেয়েছে একটি এবং একটিতে জিতেছে কংগ্রেসের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রট বা ইউডিএফ। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ চার, আর শাসকজোট এনডিএ এক। ফলাফলের সংক্ষিপ্তসার এটাই।

লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রে আপের তরফে প্রার্থী করা হয়েছিল রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা শিল্পপতি সঞ্জীব অরোরাকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভারতভূষণ আশুকে ১০,৬৩৭ ভোটে হারিয়ে দিয়েছেন তিনি। গুজরাটের দুটি বিধানসভা আসনের একটিতে জয়ী বিজেপি, অন্যটিতে আপ। কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থীকে হারিয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ। অন্যদিকে পশ্চিমবঙ্গের নদিয়ার কালীগঞ্জে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে ৫০,০৪৯ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ