ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সব সাজানো ঘটনা!’ এমন কথা শোনা গেল দিল্লির আপ নেতার মুখে। উত্তাল রাজধানীর রাজনীতি। বুধবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে আক্রমণ করেন এক ব্যক্তি। এই ঘটনার নিন্দা করেছেন দলমত নির্বিশেষে সকলেই। কিন্তু নিজের দলের নেতার মন্তব্যের বিরোধিতা করলেন দিল্লি বিধানসভায় বিরোধীপক্ষের সহযোগী দলনেতা অনিল ঝা।
আপ নেতার দাবি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গোটা ঘটনা নিজেই তৈরি করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে নজর ঘোরাতেই এই কাজ করেছেন তিনি। এই প্রসঙ্গে ছাত্র রাজনীতির সময়ের কথা তুলেছেন ঝা। সেই সময়ে কোনও এক আন্দোলন চলাকালীন দেশলাই জ্বালিয়ে রেখার চুল পুড়িয়ে দেওয়ার জন্য ঝা-কে বলেন রেখা নিজেই। এর মাধমে রেখা নিজেকে আক্রান্ত হিসেবে দেখানোর চেষ্টা করেন বলে দাবি ঝার।
ঝা-এর এই বক্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে বিরোধীদের রাজনৈতিক ষড়যন্ত্র বলেছে বিজেপি। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের উপর আক্রমণের ঘটনা টেনে এনে আপ দিল্লি পুলিশকে আক্রমণ করেছে। আপের দাবি, আক্রমণকারীর উদ্দেশ্য প্রসঙ্গে ভুল খবর চাউর করার চেষ্টা করছে পুলিশ।
যদিও বুধবার সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণের নিন্দা করেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলের পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, গণতান্ত্রে বিরুদ্ধ মত থাকবে। কিন্তু সেখানে হিংসার কোনও স্থান নেই। দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যকে সমর্থন করে আপ নেত্রী অতীশী এই আক্রমণের নিন্দা করেন।
প্রসঙ্গত, নিজের বাসভবনেই আক্রান্ত হন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ‘জন শুনানি’ চলাকালীন এই হামলা হয় বলে দাবি। বছর পঁয়তিরিশের এক ব্যক্তি এই হামলা চালান। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকা কর্মীরাই হাতেনাতে তাঁকে ধরে ফেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.