Advertisement
Advertisement
INDIA bloc:

‘লক্ষ্যে এগোতে ব্যর্থ’, কংগ্রেসকে বিঁধে পাকাপাকিভাবে INDIA জোট ছাড়ার ঘোষণা আপের

আজ ইন্ডিয়া জোটের ভারচুয়াল বৈঠকে থাকবে না আপ, জানালেন সঞ্জয় সিং।

AAP no longer part of INDIA bloc: Sanjay Singh

নিজস্ব চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:July 19, 2025 9:48 am
  • Updated:July 19, 2025 9:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টি আর ইন্ডিয়া জোটের অংশ নয়। রাখঢাক না করে প্রকাশ্যে ঘোষণা করে দিল আম আদমি পার্টি। দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং জানিয়ে দিলেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে। তারপর আর নিজেদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি।

Advertisement

২১ জুলাই শুরু হতে চলা সংসদের অধিবেশনের প্রাক্কালে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তা ও অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরার কোন কৌশল ঠিক করতে আজ ভার্চুয়াল বৈঠক করবে ইন্ডিয়া জোটের শরিকরা। তৃণমূলের তরফে বৈঠকে থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যেই বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোট থেকে পাকাপাকিভাবে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। সেটা কিছুটা হলেও বিরোধী শিবিরের জন্য ধাক্কা।

‘২৪-এর লোকসভা ভোটের পর কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়া ইন্ডিয়া জোট আবার সক্রিয় হচ্ছে। এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে কংগ্রেস। তবে আম আদমি পার্টি এই বৈঠকে থাকবে না, সেটা জানিয়ে দিয়েছেন সঞ্জয় সিং। সূত্রের খবর, কংগ্রেসের তরফে যোগাযোগ করা হলেও আপ এখনও পর্যন্ত কোনও পরিষ্কার বার্তা দেয়নি। দলের সাংসদ সঞ্জয় সিং জানান, লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল। এখন এই জোটের কোনও প্রাসঙ্গিকতা নেই। তাই আপ-এর কোনও সদস্য ইন্ডিয়া জোটে শামিল হবে না। সঞ্জয় সিং বলছেন, “ইন্ডিয়া জোট নিজেদের লক্ষ্যে এগোতে পারেনি। ২০২৪ লোকসভার পর জোটের কোনও বৈঠকই হয়নি।” জোট থেকে বেরনোর জন্যও কংগ্রেসকে বিঁধেছে কেজরিওয়ালের দল। তাদের বক্তব্য, জোটের সবচেয়ে বড় শরিক হিসাবে কংগ্রেস নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ। তবে জোটে না থাকলেও দরকারে সংসদে বা সংসদের বাইরে প্রয়োজনে বিজেপি বিরোধিতায় আপ পিছপা হবে না বলে দাবি সঞ্জয়ের।

রাজনৈতিক মহলের মতে, দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসের সঙ্গে সম্পর্কে অবনতি হয় আপ-এর। এমনকী, বিভিন্ন সময় গুজরাট ও পাঞ্জাবে গিয়ে কংগ্রেস নেতৃত্বকে সরাসরি আক্রমণ করেন আপ সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল। সেটার নেপথ্যে রাজনৈতিক কারণও আছে। দিল্লিতে নিজেদের পরাজয়ের নেপথ্যে কংগ্রেসকেই দায়ী করে আপ। আবার তাঁদের দখলে থাকা একমাত্র রাজ্য পাঞ্জাবেও প্রধান বিরোধী দল কংগ্রেস। ফলে কংগ্রেসের সঙ্গে একমঞ্চে না থাকাটা তাদের বাধ্যবাধকতা হয়ে দাঁড়াচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ