Advertisement
Advertisement
Bihar poll

বিহারে ২৪৩ আসনেই লড়বে আপ, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ

প্রথম দফায় ১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা আপের।

AAP to contest all 243 seats in Bihar poll, releases first list of candidates
Published by: Amit Kumar Das
  • Posted:October 6, 2025 7:21 pm
  • Updated:October 6, 2025 7:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটের ঢাকে কাঠি পড়তেই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কেজরিওয়ালের আম আদমি পার্টি। সোমবার প্রথম দফায় ১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করার পাশাপাশি আপের তরফে জানানো হয়েছে, এবারের নির্বাচনে বিহারে ২৪৩টি আসনেই প্রার্থী দেবে তারা। জোটের ছত্রছায়া থেকে বেরিয়ে বিহারে কেজরি মডেলকে হাতিয়ার করেই নির্বাচন লড়া হবে বলে ঘোষণা করেছে আপ।

Advertisement

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহারে দু’দফায় নির্বাচনের তারিখ ঘোষণার ঘণ্টাখানেক পরই সাংবাদিক বৈঠক করেন আপের বিহার ইনচার্জ অজেশ যাদব ও রাজ্য সভাপতি রাকেশ যাদব। সেখানেই জানানো হয়, আপ এবার বিহার নির্বাচনে ২৪৩টি আসনে নিজেদের প্রার্থী দেবে। অভিবাসন, বেকারত্ব, মুদ্রাস্ফীতির মতো সমস্যাগুলির বিরুদ্ধে লড়াইই হবে আপের নির্বাচনী মন্ত্র। সেই লক্ষ্যেই প্রথম দফায় ১১টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, ডাঃ মীরা সিং (বেগুসরাই), যোগী চৌপাল (দ্বারভাঙার কুশেশ্বরস্থান), অমিত কুমার সিং (সরনের তারাইয়া), শুভদা যাদব (মধুবনীর বেনিপট্টি), অরুণ কুমার রজক (পাটনার ফুলওয়ারী শরীফ), ডাঃ পঙ্কজ কুমার (পাটনার বাঁকিপুর), আশরাফ আলম (কিশানগঞ্জ)।

উল্লেখ্য, ২৪৩ আসনের বিহার বিধানসভায় বর্তমানে শাসকের আসনে এনডিএ। তাদের শিবিরে বিজেপির পাশাপাশি রয়েছে জেডিইউ ও এলজেপি। মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নীতীশ কুমার। অন্যদিকে আরজেডি-এর নেতৃত্বে বিরোধী শিবিরে রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি। তবে আসন বণ্টনকে কেন্দ্র করে দুই প্রধান জোটের মধ্যেই সংঘাত শুরু হয়েছে বলে খবর। এর বাইরে প্রশান্ত কিশোরের নেতৃত্বে জনসূরজ পার্টিও এবার সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। এই লড়াইয়ে এবার যোগ দিল আম আদমি পার্টিও। এবং প্রথম প্রার্থী তালিকাও প্রকাশ করল তারা।

প্রসঙ্গত, সোমবার কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, বিহারে এবার বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট ৬ নভেম্বর ও দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোট গণনা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ