Advertisement
Advertisement
Rekha Gupta

কোটি কোটি টাকা ব্যয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর ‘মায়ামহল’! আপের খোঁচা বিজেপিকে

পালটা জবাবে কী বলল গেরুয়া শিবির?

AAP's 'Maya Mahal' dig at Rekha Gupta's house
Published by: Biswadip Dey
  • Posted:July 2, 2025 8:04 pm
  • Updated:July 2, 2025 8:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আম আদমি পার্টির (আপ) পরাজয়ের অন্যতম কারণ ‘শিশমহল’। কেজরিওয়াল যে সাধারণ জীবনযাপনের কথা বলেন, তা যে সত্য নয়, প্রমাণে শিশমহলকে হাতিয়ার করেছিল বিজেপি। কিন্তু এবার বিতর্কে দিল্লির নয়া মুখ্যমন্ত্রী। তাঁর সরকারি বাসভবন ঘিরে ঘনাল বিতর্ক। আপের খোঁচা কোটি কোটি টাকা খরচ করে নতুন করে তৈরি করা হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ‘মায়ামহল’! পালটা দিয়েছে বিজেপিও।

গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা রেখা গুপ্তকে দেওয়া হয়েছে রাজ নিবাস মার্গের ১ নম্বর বাংলো। এখনও পর্যন্ত তিনি থাকছেন নিজের শালিমা বাগের বাড়িতেই। সরকারি বাসভবনে উঠে যাওয়ার আগে তা ঢেলে সাজানো হচ্ছে। ডিডবলিউডির ইস্যু করা টেন্ডার থেকে জানা যাচ্ছে জুলাইয়ের প্রথমার্ধেই শুরু হবে কাজ। প্রথমে ইলেকট্রিকের কাজ হওয়ার কথা। আর সেই কাজের ফিরিস্তি দেখেই চোখ কপালে উঠছে বিরোধীদের। যদিও বিজেপির তরফে জানানো হয়েছে এর মধ্যে বিলাসিতার কিছুই নেই।

কী জানা যাচ্ছে? আপ প্রকাশিত তালিকায় দাবি করা হয়েছে, লাগানো হচ্ছে ২৪টি দু’টন ওজনের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। যার সম্মিলিত খরচ ১১ লক্ষ টাকা। আনা হচ্ছে গিজার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার, ১১৫টি ল্যাম্প, দামি মাইক্রোওয়েভ, রিমোট কন্ট্রোল চালিত ২৩টি পাখা ইত্যাদি।

আপের খোঁচা, যেখানে দিল্লির সাধারণ মানুষ বেসরকারি স্কুলের মাইনে, বিদ্যুৎ বিভ্রাট, জল সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বাড়তে থাকা অপরাধের ধাক্কায় অতিষ্ঠ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে নিজের জন্য মায়ামহল বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাটেও একই খোঁচা মেরে দাবি করেছেন, রেখার এই নয়া বাসভবন আসলে রংমহল! পালটা দিয়েছে বিজেপিও। দিল্লির মন্ত্রী ও গেরুয়া শিবিরের নেতা মনজিন্দর সিং সির্সা এই সমালোচনাকে নস্যাৎ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঢেলে সাজানো হলেও যা হচ্ছে তা বিলাসিতা নয়।

উল্লেখ্য, অরবিন্দ কেজরিওয়ালের ৬, ফ্ল্যাগস্টাফ রোডের বাড়িকে শিশমহল বলে খোঁচা দিয়েছিল বিজেপি। তীব্র সমালোচনা করেছিল আপ সুপ্রিমোর বিলাসবহুল বাসভবনের । এবার পালটা তাদেরই সমালোচনায় বিঁধল আপ। প্রসঙ্গ, সেই মুখ্যমন্ত্রীর বাসভবনই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement