সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরচক্র সম্মানে সম্মানিত করা হবে দেশের গর্ব অভিনন্দন বর্তমানকে৷ এখবর আগেই ঘোষিত হয়েছিল৷ এবার জানিয়ে দেওয়া হল, স্বাধীনতা দিবসের শুভক্ষণেই দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার৷
গত ১৪ ফেব্রুয়ারি রক্তে লাল হয়ে উঠেছিল পুলওয়ামা৷ পাকিস্তানি আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ান৷ প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে দেশে৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ তবে তাতেও শিক্ষা হয়নি পাকিস্তানের৷ তার ঠিক পরেরদিনই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামানোর সময় সীমান্ত পেরিয়ে পাক সেনার হাতে বন্দি হয়ে পড়েন অভিনন্দন৷ তবে কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান৷
ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷ তাঁর সেই অদম্য সাহসিকতাকে কুর্নিশ জানাতেই বীর চক্র সম্মানে ভূষিত করা হচ্ছে তাঁকে৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে বীর চক্র সম্মানে ভূষিত করা হবে৷ পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় সম্মান৷
Indian Air Force’s Squadron Leader Minty Agarwal to be conferred with Yudh Seva Medal for her role as a fighter controller during the February 27 aerial conflict between India & Pakistan post IAF airstrikes in Balakot.
— ANI (@ANI)
এছাড়া স্বাধীনতা দিবসে কীর্তি চক্রে ভূষিত হতে চলেছেন জওয়ান প্রকাশ যাদব এবং সিআরপিএফ-এর ডেপুটি কমান্ডার হর্ষপাল সিং। ২০১৮-য় কুলগামে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন দু’জন। শৌর্য চক্র পেতে চলেছে বাহিনীর আরও ১৪ সদস্য। শান্তির সময় বীরত্বের পরিচয় দেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ সম্মান হল যথাক্রমে কীর্তি চক্র ও শৌর্য্য চক্র। এ তালিকায় সর্বোচ্চ সম্মান অশোক চক্র। গত ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ফাইটার কন্ট্রোল হিসেবে বড় ভূমিকা পালন করেন বায়ুসেনার স্কোয়াড্রন লিডার মিন্টি আগরওয়াল। যুদ্ধসেবা পদক পাচ্ছেন তিনি। এর পাশাপাশি বালাকোটে এয়ারস্ট্রাইকের অংশ মিরাজ ২০০০-এর পাইলটরা পাবেন বায়ুসেনা পদক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.