Advertisement
Advertisement
Arvind Kejriwal

‘কে বলেছে কেজরি কোনও ফাইলে সই করতে পারবেন না?’ দাবি আইনজীবীর

শোনা যাচ্ছিল, মুক্তি পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে স্বাভাবিক কাককর্ম করতে পারবেন না আপ সুপ্রিমো।

Abhishek Singhvi decodes Arvind Kejriwal's bail conditions

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:September 14, 2024 9:01 am
  • Updated:September 14, 2024 9:01 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সন্ধ্যায় তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারও আগে দুপুরেই জানা যায় জামিন হয়ে গিয়েছে আপ সুপ্রিমোর। আর তখনই জানা যায়, মুক্তি পেলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে স্বাভাবিক কাককর্ম করতে পারবেন না কেজরি। এমনকী, উপরাজ্যপাল ভি কে সাক্সেনার অনুমতি না পেলে সই করতে পারবেন না কোনও ফাইলেও। কিন্তু এবার কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়ে দিলেন, এই তথ্য ঠিক নয়।

Advertisement

ঠিক কী বলেছেন তিনি? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ”একটা ভুয়ো দাবি ছড়াচ্ছে যে উনি কোনও ফাইলে সই করতে পারবেন না। কিন্তু আজ ১২ জুলাইয়ের রায়ের সঙ্গে কোনও দাঁড়ি, কমাও যোগ করা হয়নি। আর সেই রায় বলছে, কেজরির কোনও পোর্টফোলিও নেই। উনি কোনও ফাইলে সই করতেনও না। একমাত্র সেগুলিতেই সই করতেন যেগুলি উপরাজ্যপালের কাছে যেত। সুপ্রিম কোর্ট ১২ জুলাই পরিষ্কার জানিয়ে দিয়েছিল, কেজরিওয়াল সেই সমস্ত ফাইলে সই করতে পারবেন যেগুলি উপরাজ্যপালের কাছে যাবে। বাকিগুলিতে ওঁর মন্ত্রীরা করবেন। উনি কিছুই করতে পারবে না এটা বলার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমি কেবল এইটুকু বলতে পারি, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে এমন সব কৌশলে সরিয়ে রাখা যায় না।”

এদিকে কেজরি জামিন পেতেই উচ্ছ্বাস শুরু হয় আপ দপ্তরে। আবগারি মামলায় কদিন আগে জামিন পাওয়া মণীশ সিসোদিয়ার সঙ্গে পথে নেমে মিষ্টি বিলি শুরু করেন কেজরিপত্নী সুনীতা। সোশাল মিডিয়ায় কেজরির জামিন নিয়ে বার্তা দেন আপের শীর্ষ নেতারাও। সন্ধেয় জেল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় কেজরি বলেন, ‘‘জেল থেকে বেরিয়ে আমার শক্তি ১০০ গুণ বেড়ে গিয়েছে। এই জীবন আমি আমার দেশের জন্য সমর্পণ করেছি। আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই দেশের প্রতি নিবেদিত। জীবনে বহু সংঘর্ষ করেছি আমি। অজস্র কঠিন সময় হাসিমুখে পার করেছি। তবে এই নির্মম সময়ে ঈশ্বর আমাকে সঙ্গ দিয়েছেন। ঈশ্বর আমার সঙ্গ দিয়েছেন কারণ আমি সৎ। আমি সঠিক। যার জন্যই ঈশ্বর আমায় সঙ্গ দিয়েছে।’’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ