Advertisement
Advertisement
গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে ২৪ সপ্তাহ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

২৪ সপ্তাহ পরও করা যাবে গর্ভপাত, এবার নয়া বিল আনছে কেন্দ্র

অবৈধ গর্ভপাত, প্রসূতি মৃত্যুহার কমাতেই নয়া সিদ্ধান্ত।

Abortions to be allowed at 24 Weeks, new bill on table in Budget Session.
Published by: Paramita Paul
  • Posted:January 29, 2020 3:15 pm
  • Updated:January 29, 2020 9:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ সপ্তাহ পরও করা যাবে গর্ভপাত। এমনই করার সুপারিশ করল কেন্দ্র। আগামী বাজেট অধিবেশনেই সংসদে এই বিল পেশ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে গর্ভপাতের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছিলেন মহিলা। মহিলাদের পাশাপাশি বিশেষজ্ঞরাও এই উর্দ্ধসীমা বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই নতুন বিল তৈরি করা হয়্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Advertisement

এখন গর্ভধারণের ২০ সপ্তাহের মধ্যে গর্ভপাত করানোই বৈধ। এবার সেই উর্দ্ধসীমা বাড়ানোর উদ্যোগ নিল কেন্দ্রের বিজেপি সরকার। এর ফলে অবৈধ গর্ভপাত, প্রসূতি মৃত্যুর ঘটনা কমবে বলেই মনে করা হচ্ছে। মাস চারেক আগে গর্ভপাতের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম বকোর্টে একটি আবেদন জমা পড়ে।

[আরও পড়ুন : এবার CAA বিরোধিতায় সরব দলেরই বিধায়ক, অস্বস্তিতে বিজেপি শিবির]

আবেদনকারী গর্ভপাতের উর্দ্ধসীমা ২০ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করার দাবি জানিয়েছিলেন। সেই সময় এনিয়ে বিবেচনা করার কথা সুপ্রিম কোর্টে জানিয়েছিল কেন্দ্র সরকার। এরপরই নতুন আইনের খসড়া তৈরি করা হয়। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, “গর্ভধারণের প্রথম পাঁচ মাস গোটা পরিস্থিতি বুঝতেই মহিলাদের কেটে যায়। তারপর তাঁরা আদালতের দ্বারস্থ হন। ফলে জরুরী অবস্থা হলেও গর্ভপাত করা সম্ভব হয় না।” 

[আরও পড়ুন : ‘রাস্তা ফাঁকা করো নইলে লোক মরবে’, শাহিনবাগে বন্দুক হাতে হুমকি দিয়ে ধৃত যুবক]

গর্ভধারণের পর চার মাস পর্যন্ত গর্ভপাত করা সংবিধান সম্মত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছিল, নাগরিকদের জীবন ও সন্তানকে সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে, গর্ভধারণের ২০ সপ্তাহে ভ্রুণের শারীরিক অক্ষমতা বা অসুস্থতা ধরা পড়ে। ফলে সেইসময় চাইলেও অন্তঃসত্ত্বারা গর্ভপাত করতে পারেন না। তাই এই উর্দ্ধসীমা বাড়ানোর প্রয়োজন ছিল বলে দাবি করেছে কেন্দ্র সরকার। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement