Advertisement
Advertisement
Terrorists

বাংলাদেশে ফের মাথাচাড়া দিচ্ছে এবিটি! জঙ্গি-পাঠ নিতে ৬ জনকে পাঠানো হচ্ছে পাকিস্তানে

এবিটির ছক অনুযায়ী, আইএসআইয়ের মদতে পাকিস্তানের বিশেষ শিবিরে অস্ত্র, নাশকতার প্রশিক্ষণ চলবে।

ABT in Bangladesh is planning to send 6 members to Pakistan for training with the help of ISI, according to the intelligence source

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:July 28, 2025 8:57 am
  • Updated:July 28, 2025 9:02 am   

অর্ণব আইচ: পাক জঙ্গিদের শিরদাঁড়া ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। তবু পাক জঙ্গিদের সেসব শিবির আবার নতুন করে তৈরি হচ্ছে পাকিস্তানে, এমন খবর এসেছে দেশের গোয়েন্দাদের কাছে। অভিযোগ উঠেছে, পাক চর সংস্থা আইএসআইয়ের মদতে ফের পাকিস্তানে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে কয়েকটি জঙ্গি সংগঠন। এর মধ্যেই আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে। গোয়েন্দাদের কাছে খবর, সম্পূর্ণ আইএসআইয়ের ব্যবস্থাপনায় নিজেদের ৬ সদস্যকে ‘উন্নত প্রশিক্ষণ’ দিতে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম। ‘এবিটি’ নামে এই জঙ্গি সংগঠনটি সন্ধান চালাচ্ছে এমন ১২০ জন তরুণ ও যুবকের, ক্রমে যাদের প্রশিক্ষণ দেবে প্রশিক্ষিত এই ৬ জন। প্রয়োজনে ভবিষ্যতে এই ১২০ জনের মধ্যে একটি অংশকেও পাঠানো হতে পারে পাকিস্তানে।

Advertisement

প্রশিক্ষণের পর কীভাবে ওই যুবক ও তরুণদের চোরাপথে এই রাজ্য ও ক্রমে দেশের বিভিন্ন শহরে অনুপ্রবেশ করানো যায়, তারও ছক কষা হচ্ছে বলে গোয়েন্দাদের কাছে খবর এসেছে। সেই কারণে এখন থেকেই সতর্ক গোয়েন্দারা। আগাম এই খবর আসার ফলে গোয়েন্দারা আইএসআই ও ওই জঙ্গি সংগঠনের যাবতীয় ছক বানচাল করতেও তৎপর। জঙ্গিদের রুখতে রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নজর রয়েছে গোয়েন্দাদের। এবিটির ছক অনুযায়ী, আইএসআইয়ের মদতে পাকিস্তানের বিশেষ শিবিরে ৬ জনকে অস্ত্র, নাশকতা-সহ বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে।

গোয়েন্দাদের সূত্র জানিয়েছে, অপারেশন সিঁদুরে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনা। তবুও পাক চর সংস্থা আইএসআইয়ের মদতে পাকিস্তানের জঙ্গি শিবিরগুলি নতুন করে তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে। আর এর মধ্যেই আইএসআইয়ের মদতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠনগুলি। তার মধ্যে বিশেষ সক্রিয় হয়েছে আনসারুল্লা বাংলা টিম বা এবিটি। অসম পুলিশ ও এই রাজ্যের এসটিএফ যৌথ তল্লাশি চালিয়ে কয়েকজন এবিটি জঙ্গিকে এই রাজ্য থেকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অন্যতম ছিল শাদ রাদি। কয়েকটি জেলায় এবিটির স্লিপার সেল যে রয়েছে, সেই প্রমাণও পেয়েছিলেন গোয়েন্দারা।

ইতিমধ্যে বাংলাদেশে এবিটি জঙ্গি নেতাদের কার্যকলাপও বেড়েছে। বাংলাদেশে এবিটির শীর্ষনেতা মহম্মদ জসিমউদ্দিন রহমানি ও অন্যরা নিজেদের সংগঠনটিকে টিকিয়ে রাখতে পাক চর সংস্থা আইএসআইয়ের সঙ্গে সরাসরি সম্পর্ক রেখে চলেছে। সেই সূত্র ধরেই আইএসআইয়ের মদতে ভারতবিরোধী কাজের জন্য এবার নিজেদের সংগঠনের ৬ জন জঙ্গি সদস্যকে বেছে নিয়েছে এবিটি। তাতে সায় রয়েছে রহমানির। বাংলাদেশের এবিটি শিবিরে তাদের প্রাথমিক প্রশিক্ষণ হয়েছে। এর পর আরও ‘উন্নত জঙ্গি প্রশিক্ষণ’ নিতে এই ৬ সদস্যকে পাঠানো হচ্ছে পাকিস্তানে, এমনই খবর গোয়েন্দাদের কাছে।

এবিটির ছক অনুযায়ী, আইএসআইয়ের মদতে পাকিস্তানের বিশেষ শিবিরে এই ৬ জনকে অস্ত্র, নাশকতা-সহ বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হবে। এর পর তাদের ফেরানো হবে বাংলাদেশে। এর মধ্যেই জঙ্গি প্রশিক্ষণের জন্য নতুন করে ১২০ জন সদস্যকে বাছাই করছে এবিটি। তাদের কয়েকজনকে এই রাজ্যের সীমান্তবর্তী এলাকা থেকে বেছে নেওয়ার চেষ্টা হতে পারে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এবিটির ছক, প্রাথমিকভাবে এই ১২০ জনের মগজধোলাই করা হবে। পাকিস্তানে প্রশিক্ষণের পর ওই ৬ জন জঙ্গি বাংলাদেশে ফিরে এসে ১২০ জনকে প্রশিক্ষণ দেবে। এর পর পাক চর সংস্থার মদতে এই ১২০ সদস্যকে অল্প অল্প দলে, মাত্র কয়েকজন করে চোরাপথে সীমান্ত পার করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হবে। এতে এবিটি আংশিক সফল হলেও বিভিন্ন জেলায় থাকা স্লিপার সেলের সদস্যরা তাদের আশ্রয় দেবে। এর পর দেশের যে কোনও জায়গায় গিয়েই নাশকতার ছক কষতে পারে তারা। তাই জঙ্গিদের ছক বানচাল করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ