Advertisement
Advertisement
Yogi Adityanath

‘ভগবান রামকে গালি দেওয়ার অর্থ মহর্ষি বাল্মীকিকে অপমান’, লখনউ সমাবেশে ভাষণ যোগীর

উত্তরপ্রদেশে মহা সমারোহে পালিত হল মহর্ষি বাল্মীকি জয়ন্তী।

'Abusing Lord Ram means insulting Maharishi Valmiki', Yogi Adityanath addresses Lucknow rally
Published by: Hemant Maithil
  • Posted:October 7, 2025 4:37 pm
  • Updated:October 8, 2025 4:39 pm   

হেমন্ত মৈথিল, লখনউ: সোমবার ৭ অক্টোবর উত্তরপ্রদেশে জাঁকজমকের সঙ্গে পালিত হল মহর্ষি বাল্মীকি জয়ন্তী। এটি হিন্দু ধর্মীয় উৎসব। দিনটিকে বাল্মীকি ধর্মীয় সম্প্রদায় ‘পরগত দিবস’ হিসেবেও পালন করে থাকেন। বিভিন্ন মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলিতে রামায়ণ পাঠ, প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাল্মীকি জয়ন্তী পালন করা হয়।

Advertisement

এই উপলক্ষ্যে লখনউতে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “যারা ভগবান রামকে গালি দেয়, আসলে তারা মহাকবি বাল্মীকিকে অপমান করে। যারা বাল্মীকিকে অপমান করে, তারা ভগবান রামকেও অপমান করে।”

চিত্রকূটে মহর্ষি বাল্মীকির ধ্যানস্থলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্কৃতি বিভাগের জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ ও সহযোগিতা করেন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে সকল সহ-নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাল্মীকির আদর্শ ও জীবনদর্শন ভারতীয় সমাজ ও পরিবারগুলিতে গভীর প্রভাব বিস্তার করেছে। সামাজিক সম্প্রীতির আলোকবর্তিকা ভারতীয় নাগরিকের জীবনকে সবসময় আলোকিত করে রাখবে।

হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে, বাল্মীকি জয়ন্তী সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। উদযাপনের মধ্যে রয়েছে সৎসঙ্গ, রামায়ণ পাঠ ও শ্রবণ এবং প্রচাঈন ভারতীয় সাহিত্য ও আধ্যাত্মিকতায় বাল্মীকির অবদানের গুরুত্ব আলোচনা। বাল্মীকি ছিলেন সংস্কৃত ভাষার আদি কবি। প্রাচীন ভারতের ঐতিহ্য ও মূল্যবোধের সামগ্রিক রূপরেখা উঠে আসে তাঁর মহাকাব্যে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ