সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পাওয়ার পর গণধর্ষণে অভিযুক্তদের বীরের মর্যাদা! জেল থেকে বেরনোর পর বিজয়োল্লাস, শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হল অভিযুক্তদের। কর্নাটকের এমনই একটি সম্প্রতি সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
মাত্র ১৬ মাস আগে কর্নাটকের একটি হোটেল থেকে এক মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। পরে পুলিশ ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১০ মাস আগেই জামিন পায়ে যায় ১২ অভিযুক্ত। জানা গিয়েছে, আইনি গেরোয় জামিন পেয়ে যায় বাকি সাত অভিযুক্ত।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, আক্কি আলকুর শহর থেকে শুরু হয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে হাভেরিতে এসে শেষ হয় মিছিলটি। একাধিক বাইক, ছোটো গাড়িতে করে প্রায় ২০-২২ জন ডিজে বাড়িয়ে অভিযুক্তদের নিয়ে মিছিল করে। ২০২৪ এর জানুয়ারিতে ২৬ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে আফতাব চন্দনকাট্টি, মাদার সাব মান্দাক্কি, সামিউল্লা লালনাভার, মহম্মদ সাদিক আগাসিমানি, শোয়েব মোল্লা, তৌসিফ ছোটি, এবং রিয়াজ সাভিকেরি-সহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আগে উপযুক্ত প্রমানের অভাবে ১২ জন জামিন পেয়ে যায়। এরই মধ্যে জামিন পেয়ে গেল বাকি সাত অভিযুক্ত। জানা গিয়েছে, ওই মহিলা অভিযুক্তদের সঠিক ভাবে চিহ্নিত করে না পারায় বিচারক জামিন মঞ্জুর করেন।
🚨 7 GANGRAPE accused in Karnataka out on bail. And they celebrate with Cars, Bikes, Reels & Loud Music.
~ Names: Aftab, Shoib, Sadiq, Tausip, & Riyaz claim they got freedom because of ‘Good Cotnacts’ in the System.Judiciary has become a JOKE.
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer)
এদিকে জামিন মঞ্জুর হতেই অভিযুক্তদের বীরের মর্যাদা দিয়ে জেল থেকে নিয়ে আসা হয়। তবে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে পুলিশের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রয়োজনে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করে তদন্ত করার কথা ভাবছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.