প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল জেলির বদলে প্রসূতির পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডলে দিলেন নার্স! যার ফলে তলপেটের চামড়া পুড়ে গেল ওই প্রসূতির। ওই অবস্থাতেই সন্তান প্রসব করলেন প্রসূতি। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে এই ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে।
এদিকে এই ঘটনার পর অভিযুক্ত নার্স দাবি করেছেন, ভুল করে মেডিক্যাল জেলির বদলে অ্যাসিড ডলে দিয়েছেন। তিনি দাবি করেছেন, যে জায়গায় জেলি থাকার কথা ছিল, সেই জায়গায় অ্যাসিডের বোতল থাকার কারনেই এমন ঘটনা ঘটেছে। যদিও প্রশ্ন উঠেছে, মেডিক্যাল জেলি থাকার জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল এল কী করে? ভুল করেই এমন ঘটনা ঘটেছে নাকি, এর পিছনে অন্য কোনও কারন রয়েছে?
মহারাষ্ট্রের খাপারখেদা গ্রামের বাসিন্দা শালা ভালেরাও প্রসব যন্ত্রণা নিয়ে ভোকারডানেকর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার প্রসব করানোর জন্য তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেই পেটের ওপরে মেডিক্যাল জেলি দেওয়ার পরিবর্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডলে দেন নার্স। মুহূর্তের মধ্যে জ্বলে যায় তলপেটের চামড়া। ওই অবস্থাতেই সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মূলত সাফাইয়ের কাজে ব্যবহার করা হয় ওই অ্যাসিড। কিন্তু কীভাবে ওই অ্যাসিডের বোতল কীভাবে লেবার রুমে গেল তা নিয়ে প্রশ্ন থাকছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটা খুবই খারাপ ঘটনা। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। যে বা যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.