সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী পুনম কৌরের (Poonam Kaur) হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি এমনই ছবি পোস্ট করে রাহুলকে একহাত নেয় বিজেপি। এবার এই ইস্যুতে সরব অভিনেত্রী। গেরুয়া শিবিরকে পালটা জবাব দিলেন পুনম। কেন রাহুল তাঁর হাত ধরেছিলেন, সে ব্যাখাও দিলেন তিনি।
ঘটনার সূত্রপাত তেলেঙ্গানায় কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ দিয়ে। তাতেই অংশ নেন অভিনেত্রী পুনম কৌর। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। ভাইরাল হওয়া ছবিটিতে সুন্দরী অভিনেত্রীর হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাহুলকে। ওই ছবিটি টুইট করে বিজেপি নেত্রী প্রীতি গান্ধী রাহুলকে কটাক্ষ করেন। লেখেন, “দাদুর পদাঙ্কই অনুসরণ করছেন।”
Following the footsteps of his great grand father!!😂
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi)
তার পালটা জবাবও দিয়েছে কংগ্রেস। প্রীতি গান্ধী অসুস্থ মানসিকতার মানুষ বলেই পালটা কটাক্ষ করেছে হাত শিবির।
Yes he is following in the footsteps of his great grandfather – and is uniting this great country of ours.
That aside, your childhood traumas are deep and a proof of your sick mind. You need treatment.
— Supriya Shrinate (@SupriyaShrinate)
প্রীতিকে যোগ্য জবাব দিয়েছেন খোদ অভিনেত্রী পুনম কৌর। অভিনেত্রী জানান, তিনি পড়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময় তাঁকে বাঁচান রাহুল গান্ধী। এ ধরনের টুইট নারীশক্তিকে অপমান করা ছাড়া আর কিছুই নয়।
This is absolutely demeaning of you , remember prime minister spoke about – I almost slipped and toppled that’s how sir held my hand .
— पूनम कौर ❤️ poonam kaur (@poonamkaurlal)
উল্লেখ্য, দীপাবলির পর ফের ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) শুরু হয়েছে। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের শুরুর দিনই নারায়ণপেট এবং ভদ্রচলম জেলায় একেবারে ভিন্ন মুডে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। আদিবাসী ছন্দে স্থানীয় মহিলা ও পুরুষদের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে তাঁকে। স্থানীয় ঐতিহ্য মেনে মাথায় চাপিয়েছিলেন শিং-ও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেই ভিডিও পোস্ট করেছেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.