সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদানি গ্রুপের (Adani Group) বিরুদ্ধে এবার আরও এক বিস্ফোরক অভিযোগ। এক ব্রিটিশ সংবাদমাধ্যমদের দাবি অনুযায়ী, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। অর্থাৎ আদানি গোষ্ঠীর দুর্নীতির মাশুম দিতে হয়ছে সাধারণ নাগরিকদের।
ব্রিটেনের সংবাদমাধ্যম ফাইনন্সিয়াল টাইমস (FT) ‘আদানির দ্বিগুণ দামে কয়লা আমদানির রহস্য’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যাতে দাবি করা হয়েছে, আদানি গোষ্ঠী বিদেশ থেকে ৫০০ কোটি ডলার মূল্যের কয়লা আমদানি করেছে বাজারদরের তুলনায় দ্বিগুণ দামে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, যে সংস্থার কাছ থেকে ওই কয়লা দ্বিগুণ দামে আমদানি করা হয়েছে সেই সংস্থার অন্যতম অংশীদার তাইওয়ানের এক ব্যবসায়ী। তিনি আবার আদানিদের সংস্থারও অংশীদার।
ওই সংবাদমাধ্যমের দাবি, আদানি গোষ্ঠী কাগজে-কলমে আমদানিকৃত কয়লার খরচ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লার জাহাজ ছাড়ার সময় তার যা মূল্য ছিল, ভারতে সেই জাহাজ পৌঁছনোর পরে সেই কয়লার দামই দ্বিগুণ বলে দেখানো হয়। সেই কাজে তাদের সাহায্য করেছিল তাইওয়ানের ওই সংস্থা। বস্তুত, এই মুহূর্তে দেশের কয়লা আমদানির বাজার পুরোপুরি আদানিদেরই দখলে। তাই কয়লা আমদানির বেশি খরচ দেখাতে বিশেষ অসুবিধাও হয়নি।
আদানিদের ‘বাড়িয়ে দেখানো’ এই কয়লার দামের ভিত্তিতেই ঠিক হয় বিদ্যুতের মাশুল। তা মেটাতে হয় আমজনতা, কারখানার মালিক এবং শিল্পপতিদের। ওই রিপোর্ট এর সুবাদে খরচের তুলনায় ৫২ শতাংশ মুনাফা করে আদানি গোষ্ঠী। ব্রিটিশ সংবাদমাধ্যমের ওই রিপোর্টকে হাতিয়ার করে ফের আদানিদের বিরুদ্ধে আসরে নেমেছে কংগ্রেস-সহ (Congress) বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.