সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের জেরে বিমানবন্দরে গাড়ি পার্কিং ফি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সোমবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
১৪ নভেম্বর থেকে আগামী সোমবার পর্যন্ত দেশের সমস্ত এয়ারপোর্টে গাড়ি পার্কিংয়ের জন্য দেশবাসীকে কোনওরকম টাকা গুনতে হবে না।
আগামী এক সপ্তাহ দেশের মেট্রোপলিটন শহর থেকে শুরু করে সমস্ত ধরনের বিমানবন্দরেই এই পরিষেবা পাওয়া যাবে। নোট বিপত্তির জেরে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, সোমবার মধ্যরাত থেকেই দেশবাসী এই সুবিধা পেতে পারবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.