Advertisement
Advertisement

Breaking News

S Jaishankar

‘সত্যিটা জানা উচিত জনগণের’, শ্রীলঙ্কাকে দ্বীপ ‘উপহার’ নিয়ে কংগ্রেসকে তোপ জয়শংকরের

‘নির্বোধের মতো’ শ্রীলঙ্কাকে ‘ভারতীয় ভুখণ্ড’ উপহার, গতকাল কংগ্রেসকে তোপ দাগেন মোদি।

After PM Modi now S Jaishankar Slams Congress Over Katchatheevu Island
Published by: Kishore Ghosh
  • Posted:April 1, 2024 5:17 pm
  • Updated:April 1, 2024 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে পুরনো কাসুন্দি ঘেটে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার তিনি অভিযোগ করেন, ‘নির্বোধের মতো’ শ্রীলঙ্কাকে ‘ভারতীয় ভুখণ্ড’ উপহার দিয়েছিল ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকার। ভারত-শ্রীলঙ্কা জলসীমার সেই কাটচাথিভু দ্বীপ নিয়ে এবার দেশের বৃহত্তম বিরোধী দবলকে তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jayshankar)। ভারতীয় ভূখণ্ড হেলায় ছাড়া হয়েছে, বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয়নি, মন্তব্য করলেন তিনি। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন করলেন তিনি। বললেন, সত্যিটা জানা উচিত জনগণের।

Advertisement

সম্প্রতি একটি আরটিআইয়ের উত্তর প্রকাশ্যে এসেছে। যাতে ভারত সরকার জানিয়েছে অধুনা যে কাটচাথিভু দ্বীপটি শ্রীলঙ্কার জলসীমায় পড়ছে, সেটি একসময় তামিলনাড়ুর অংশ ছিল। ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার ওই দ্বীপটি শ্রীলঙ্কার হাতে ‘মৈত্রীর উপহার’ হিসাবে তুলে দেয়। যদিও কাটচাথিভু-তে সেই সময় কেউ বাস করতেন না, কিন্তু কৌশলগত দিক থেকে এই দ্বীপটি ভীষণ জরুরি। ভারতীয় মৎস্যজীবীদের জন্যও গুরুত্বপূর্ণ।

 

[আরও পড়ুন: আরও বিপাকে কেজরি, এবার ইডি হেফাজত থেকে বেরিয়ে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী]

সোমবার মোদিকে সমর্থন করে জয়শংকর বলেন, ১৯৭৪ সালে ভারত এবং শ্রীলঙ্কা একটি সমঝোতা করেছিল। একটি সামুদ্রিক সীমানা তৈরি করা হয়েছিল সেই সময়। ভারতের অংশ কাটচাথিভু দ্বীপকে সীমানার ওপ্রান্তে ফেলে দেওয়া হয়েছিল। আরও বলেন, কংগ্রেস এবং DMK কাটচাথিভু নিয়ে কোনও দায়িত্বই নিতে চায়নি। আমরা জানি এই কাণ্ড কে ঘটিয়েছিলেন। বিষয়টি চেপে দিয়েছিলেন। তবে জনগণের সত্যিটা জানার অধিকার রয়েছে।

 

[আরও পড়ুন: জ্ঞানবাপীতে পুজোয় বাধা নেই, সুপ্রিম কোর্টেও খারিজ মসজিদ কর্তৃপক্ষের আবেদন]

সাংবাদিক বৈঠকে পরিসংখ্যান দিয়ে বিদেশমন্ত্রী জানান, গত ২০ বছরে ৬ হাজার ১৮৪ ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কায় আটক হয়েছেন। এই সময়ের মধ্যে ১ হাজার ১৭৫ ভারতীয় মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কা প্রশাসন। জয়শংকর বলেন, গত পাঁচ বছর ধরে কাটচাথিভু দ্বীপ নিয়ে বারবার সংসদে আলোচনা হয়েছে। তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী আমায় অনেকবার চিঠি লিখেছিলেন। আমার রেকর্ড মোতাবেক, বর্তমান মুখ্যমন্ত্রীকে আমিও ২১ বার এই নিয়ে অবস্থান জানিয়েছি।

প্রধানমন্ত্রীর পর বিদেশমন্ত্রী দ্বীপ উপহার নিয়ে মুখ খোলায় কংগ্রেসের অস্বস্তি বাড়ল। যদিও ইতিমধ্যে পালটা বিদেশমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম। তিনি বলেন, ভালো ডিগবাজি শিখেছেন জয়শংকর। বিদেশ মন্ত্রকের আধিকারিক থেকে তিনি বিজেপি-আরএসএসের মুখপাত্রে পরিণত হয়েছেন বর্তমানে। ভারত ও শ্রীলঙ্কা-দুইপক্ষেই মৎস্যজীবীরা ধরা পড়েছেন এবং চুক্তি অনুযায়ী তাঁরা মুক্তও হয়েছেন, এর সবটাই জানা জয়শংকরের।তথাপি তিনি অন্য কথা বলছেন!    

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement