Advertisement
Advertisement
Obesity guidelines

হুঁশ ফিরল মোদির সতর্কতায়, দেশে প্রথম ওবেসিটি গাইডলাইন আনছে কেন্দ্র!

স্থূলত 'নিঃশব্দ ঘাতক', স্বাধীনতা দিবসে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

After PM Modi's 'silent crisis' warning, India drafts first obesity guidelines
Published by: Kishore Ghosh
  • Posted:August 26, 2025 8:13 pm
  • Updated:August 26, 2025 8:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন স্থূলতা বা ‘অবেসিটি’ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবেসিটিকে ‘নিঃশব্দ ঘাতক’ বলেন তিনি। তাতেই নড়চড়ে বসল কেন্দ্র। প্রথমবার অবেসিটি নিয়ে গাইডলাইন আনছে কেন্দ্র।

Advertisement

সরকারি সূত্র জানা গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) পরামর্শ দিয়েছে, মোটা হওয়া বা মেদবহুলতায় লাগাম টানতে অবিলম্বে গাইডলাইন করা উচিত কেন্দ্রের। সেই মতো তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি আইসিএমআরের ডিরেক্টর জেনারেল, স্বাস্থ্যমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা, পুষ্টিবিদ, ব্যারিয়াট্রিক সার্জেন, ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডাক্তার ও চিকিত্‍সা বিজ্ঞানীদের নিয়ে একটি বৈঠক হয়েছ। সেখানেই এই বিষয়ে দেশে নির্দিষ্ট গাইডলাইন আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

অতীতে ভারতে স্থূলতা নিয়ে কোনও ন্যাশনাল গাইডলাইন ছিল না। সাধারণত ডাক্তার বা চিকিত্‍সা বিজ্ঞানীরা বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে চলার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এবারে দেশের নিজস্ব গাইডলাইন তৈরি হচ্ছে। যা ভারতীয়দের খাদ্যাভ্যাস ও লাইফস্টাইলকে মাথায় রেখে তৈরি করা হচ্ছে।

প্রসঙ্গত, স্থূলতা বা মোটা হওয়া ভারতের মতো দেশে ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। চিকিৎসকরা জানাচ্ছেন, মেদবহুল স্বাস্থ্যও একপ্রকার অপুষ্টি। যাতে বিশ্বের একটি বড় অংশ আক্রান্ত। ইদানীংকালে দেখা যাচ্ছে শিশু বয়স থেকেই মেদবহুল হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এর জেরে অল্প বয়সেই নানা রোগ বাসা বাঁধছে শরীরে। এই পরিস্থিতি রুখতেই গাইডলাইন আনছে কেন্দ্র। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ